রাজ্য

কল অকেজো, জল নেই স্কুলে, বন্ধ হয়ে গেল মিড ডে মিলের রান্না, গরমে পানীয় জলের অভাবে ভুক্তভোগী পড়ুয়ারা, শোরগোল কাটোয়ায়

স্কুলে দুটি কল রয়েছে কিন্তু দুটিই অকেজো। এর জেরে পানীয় জলের অভাবে স্কুলে বন্ধ হয়ে গেল মিড ডে মিলের রান্না। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে কাটোয়ার স্কুলে।

ঘটনাটি ঘটেছে কাটোয়া ১ ব্লকের অন্তর্গত বিকিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সেই স্কুলে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে। মাস ছয়েক আগে খারাপ হয়ে যায় একটি কল। আর দেড় মাস আগে অন্য একটি কলও অকেজো হয়ে গিয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনও লাভ হয়নি। এর জেরে অভিভাবকদের সঙ্গে কথা বলে মিড ডে মিলের রান্না বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ।

এই বিষয়ে স্কুলের মিড ডে মিলের রাঁধুনি খুকুরানি কর জানান, “অনেকদিন ধরেই স্কুলের পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে রয়েছে। হেডস্যার সেগুলি সারানোর জন্য বহুবার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যার সমাধান করতে পারেননি। এতদিন আশেপাশের বাড়ি থেকে রান্নার জন্য জল আনা হচ্ছিল। কিন্তু এখন আর দূর থেকে জল আনা সম্ভব নয়। অগত্যা মিড ডে মিলের রান্নাই বন্ধ করতে হল”।

তিনি আরও বলেন, শুধুমাত্র মিড ডে মিলের রান্নাই নয়, ওই কলের জলই খেত পড়ুয়ারাও। কিন্তু দুটি কলই খারাপ হয়ে যাওয়ায় এখন তারাও সমস্যায় পড়েছে। বাড়ি থেকে নিয়ে আসা জল শেষ হয়ে গেলে আর জল খাওয়ার উপায় থাকে না বাচ্চাদের। এমন পরিস্থিতি জানার পরও কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

স্কুলের প্রধান শিক্ষক বিকাশ সাহা এই বিষয়ে বলেন, “কল সারানোর জন্য বহুবার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। সুরাহা না পেয়েই মিডডে মিল বন্ধের কঠোর সিদ্ধান্ত নিতে হল। তবে মানবিকতার খাতিরে মিডডে মিলের খরচ থেকে পড়ুয়াদের ডিম, কলা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কল সারানো না হওয়া পর্যন্ত মিডডে মিলের রান্না বন্ধ থাকবে”।

Back to top button
%d bloggers like this: