মাটি হতে পারে কালীপুজো! ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, জারি সতর্কতা

এই বছর কালীপুজোর আনন্দ হয়ত মাটি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে তেমনটাই আভাস দেওয়া হচ্ছে। নিম্নচাপ ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তা শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর জেরে কালীপুজোর পরের দিন দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার সকালে আন্দামান অঞ্চলে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ক্রমেই তার পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ অক্টোবর অর্থাৎ শনিবার পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী রবিবার অর্থাৎ কালীপুজোর আগের দিন এই নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পরে তা বাঁক নিয়ে উত্তরের দিকে এগোতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজোর দিন এই নিম্নচাপ পশ্চিম-মধ্য ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ওই গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ে।
এর জেরে দক্ষিণবঙ্গবাসী ফের সমস্যায় পড়তে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘূর্ণিঝড় ক্রমেই উত্তর ও উত্তর-পূর্ব দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। ২৫ অক্টোবর, মঙ্গলবার তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে পৌঁছতে পারে। এর প্রভাবে দক্ষিণ বঙ্গের তিন জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে।
সূত্রের খবর, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে শনিবারের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছেন, ২২ তারিখের মধ্যে তাদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।