রাজ্য

‘ মমতার দলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন’, তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

আগামী ১৮ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হয়েছে বিজেপি তথা এনডিএ-র তরফে। অন্যদিকে, বিরোধীরা একজোট হয়ে যশবন্ত সিনহাকে প্রার্থী নির্বাচিত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন লাভের জন্য কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আর এদিনই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন যে রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মু মুর্মুকে ভোট দেবেন।

আজ, মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আদিবাসী রাষ্ট্রপতি নিয়ে গোটা দেশে আনন্দ। এখানে দুঃখ। বিবেকানন্দ বলেছিলেন, শূদ্রের উত্থান হলে দেশের উত্থান হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আগে জানলে সমর্থন করতাম। মজার ব্যাপার হল, উনি আগেই প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছেন। ওনার পার্টির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন”।

এই বিষয়ে তৃণমূল সংসদ শান্তনু সেন পাল্টা কটাক্ষ করে বলেন, “বিজেপির আদিবাসী প্রীতির নমুনা দেশ আগেও দেখেছে”। এর জবাবে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, দ্রৌপদী মুর্মুর কথা আগে বললে ভেবে দেখতাম। যশবন্ত সিনহাকে এভাবে অপদস্ত করার কী মানে”।

এদিন মেদিনীপুরের সাংসদ আরআরও বলেন, “পার্টির ভাইস প্রেসিডেন্টকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তার মনোনয়নে তিনি নিজেই যাননি। আর দ্রৌপদী মুর্মুর মনোনয়নে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর থেকে বোঝা যায় কে রাজনীতি করছে। কে সত্যিকারের লড়াই করছে। তৃণমূল কংগ্রেসের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন”।

Back to top button
%d bloggers like this: