রাজ্য

‘সরকার চালাতে না পারলে কেন্দ্রীয় সরকারকে লিখে দিন’, ডিএ বিতর্ক নিয়ে মমতা সরকারকে বেলাগাম তোপ দিলীপের

ডিএ ইস্যু (DA issue) নিয়ে বিতর্ক অব্যাহত। রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হলেও তাতে মোটেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবী, বকেয়া ডিএ (due DA) মেটাতেই হবে রাজ্যকে। আর এর জন্য আন্দোলন চালিয়ে যেতে অনড় তারা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষের কথায়, “ডিএ দেওয়ার তো ইচ্ছা নেই, অন্যান্য রাজ্যগুলো একইভাবে ৩৮ শতাংশ পর্যন্ত ডিএ দিয়ে দিচ্ছে, আর আপনারা ৩ শতাংশে কেন আটকে আছেন? বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছেন”।

মমতা সরকারকে বেলাগাম তোপ দেগে দিলীপের মন্তব্য, “সরকার যখন চালাতে পারছেন না কেন্দ্রীয় সরকারকে লিখে দিন, কেন্দ্র টাকাও দেবে সরকারও চালাবে”।

মেদিনীপুরের সাংসদের সংযোজন, “ডিএ দিলে সরকার সঙ্কটে পড়বে। কীভাবে এমন সরকার চালাচ্ছেন যে সরকার সঙ্কটে পড়বে? সরকার যখন চালাতে পারছেন না কেন্দ্রীয় সরকারকে লিখে জানিয়ে দিন। কেন্দ্র টাকাও দেবে সরকারও চালাবে। সরকারটাকে কেন্দ্রের হাতে তুলে দিন, আর রাস্তায় নেমে আন্দোলন করুন, তাহলেই ভালো হবে”।

বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। এই কাজে রাজ্য সরকারি কর্মচারীদের অপমান করা হয়েছে বলে দাবী দিলীপ ঘোষের। এই বিষয়ে তিনি বলেন, “ভিক্ষা দিচ্ছেন নাকি। ত্রিপুরায় গিয়ে বলছেন ডবল দিয়ে দেব, আর এখানে তো একবার দিন ঠিকঠাক। এবার সবাই রাস্তায় নামছে। সমস্ত কর্মচারী যদি পেন ডাউন করেন, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কী হবে”।

Back to top button
%d bloggers like this: