রাজ্য

মধ্যবিত্তদের জন্য বড় সুখবর! এবার সহজেই আকাশপথে কোচবিহার থেকে কলকাতা সফর করুন, খরচ ১০০০ টাকারও কম

মধ্যবিত্ত বিমানযাত্রীদের জন্য বড় সুখবর। এবার খুবই কম সময় ও খুব স্বল্প খরচে আকাশপথেই কোচবিহার থেকে কলকাতা পৌঁছে যাবেন যাত্রীরা। গতকাল, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একথা ঘোষণা করলেন।

নিশীথ প্রামাণিক জানিয়েছেন যে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে চালু হবে। এই পরিষেবার দায়িত্বে রয়েছে আহমেদাবাদের বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ান। এই বিমান পরিষেবা পড়ছে মোদী সরকারের উড়ান প্রকল্পের আওতায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, কোচবিহার থেকে কলকাতা ও জামশেদপুর হয়ে ভুবনেশ্বর পর্যন্ত যাতায়াত করবে বিমানটি। প্রতিদিনই নির্দিষ্ট সময়ে মিলবে পরিষেবা। প্রথম দু-তিন মাস ৯৯৯ টাকার বিনিময়েই আকাশপথে সফর করতে পারবেন যাত্রীরা। দীর্ঘদিন যাতে এই পরিষেবা চালিয়ে যাওয়া যায়, তার জন্য রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে এর পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 

ইন্ডিয়া ওয়ান সংস্থার সিইও অরুণ কুমার সিং এই বিমান পরিষেবার সম্পর্কে জানান, প্রতিদিন দুপুর ১২টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে পৌঁছবে এই বিমান। আর কোচবিহার থেকে ছেড়ে যাবে ১২টা ৩০ মিনিটে। বাংলাদেশের উপর দিয়ে কলকাতা পৌঁছবে বিমানটি। মোট ৯জন যাত্রী একসঙ্গে সফর করতে পারবেন বিমানে। কোচবিহার থেকে কলকাতার প্রাথমিকভাবে বিমান ভাড়া ৯৯৯ টাকা। ভুবনেশ্বর, জামশেদপুর, কলকাতা হয়ে হয়ে কোচবিহার পৌঁছবে এই বিমান। ১৫ তারিখ সফর শুরু করার আগে এই বিমানের ট্রায়াল রান শুরু হবে বলে জানা গিয়েছে।

বর্তমানে বিমানে উত্তরবঙ্গে পৌঁছনোর জন্য বাগডোগরা বিমানবন্দরের উপর ভরসা করতে হয় যাত্রীদের। এবার কোচবিহার পর্যন্ত যদি বিমান পরিষেবা চালু হয়, তাহলে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগ আরও নিবিড় হবে বলেই মনে করা হচ্ছে।

নিশীথ প্রামাণিকের কথায়, দীর্ঘদিন ধরেই এই রুটে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা চলছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। এই পরিষেবার ফলে কোচবিহারবাসীদের মুখে হাসি ফুটবে বলেই আশা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Back to top button
%d bloggers like this: