ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ৯ জনের, তাও কুণাল বললেন, ‘ছোট্ট কিছু অশান্তি হয়েছে, সংবাদমাধ্যম হিংসার খবর বিপণন করছে’

পঞ্চায়েত ভোট ঘোষণার পর মনোনয়ন পর্ব থেকেই হিংসার ঘটনা দেখে আসছে বাংলা। প্রাণ গিয়েছে একাধিকের। আজ, পঞ্চায়েত নির্বাচনের দিন এর ক্লাইম্যাক্স। ইতিমধ্যেই ভোটের প্রথমার্ধেই প্রাণ গিয়েছে ৯ জনের। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গোলাগুলি চালাচ্ছে দুষ্কৃতীরা। বোমাবাজি, মারামারি, আহত হওয়ার সংখ্যার অন্ত নেই। এতকিছু ঘটনার পরও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, তেমন কিছুই হয়নি।
কুণালের কথায়, “আজকে এখনও পর্যন্ত যা ভোট চলছে, সব মিলিয়ে শুধু ৪৬ টা বুথ থেকে ছোট বড় কিছু খবর আসছে। তাদের মধ্যে কিছু মৃত্যু রয়েছে। অনভিপ্রেত। আমাদের কর্মীরাদের মৃত্যু হয়েছে। আমাদের কর্মীদের টার্গেট করে মারছে বিজেপি”।
কুণাল ঘোষের যুক্তি, “৪৬ টা বুথে গন্ডগোল হচ্ছে। আর মোট বুথ ৬১ হাজারেরও বেশি। তাই ভোট প্রহসন, এটা কথা বলার কোনও জাস্টিফিকেশন নেই”।
এখানেই শেষ নয়। সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় দাঁড় করান কুণাল। তাঁর দাবী, “মিডিয়ার একাংশ আতঙ্কের বিপণন করছে। উৎসবের মেজাজে যে ভোট হচ্ছে সংখ্যাগরিষ্ঠ এলাকায়, তা সমানভাবে সামনে আসছে না”।
ভোট হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে বিরোধীদের উদ্দেশে কুণাল বলেন, “কমরেডরা কি অতীত ভুলে গেল? বিজেপি ত্রিপুরার কথা কি ভুলে গেল? শুভেন্দু অধিকারীর কোনও জনভিত্তি নেই। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। পরাজয় নিশ্চিত বুঝে ভুলভাল বলছেন”।