‘দু-চারটে পটকা বাজি না ফাটলে কালিপুজো হবে কী করে’, পঞ্চায়েত নির্বাচনের আগে বিতর্কমূলক মন্তব্য মদনের, বোমাবৃষ্টির ইঙ্গিত নয় তো?

সামনেই পঞ্চায়েত নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও তা যে আসন্ন তাতে কোনও সন্দেহ নেই। পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলিরই। এমন আবহে রাজ্যে বিগত কয়েকদিন ধরে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, তাতে আঙুল উঠেছে শাসক দলের দিকে। এবার সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর তাতে শাসক দলের অস্বস্তি আরও একটু বাড়ল বৈ কী!
রাজ্যে বোমা বিস্ফোরণ নিয়ে মদন বলেন, “২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটাকা বাজি ফাটবে না কালিপুজো হবে? এমনটা হয় নাকি”। তাঁর এই মন্তব্যেই শুরু হয়েছে সমালোচনা। কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধীরা।
বলে রাখি, গত সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা বিস্ফোরণের জেরে ১২ বছরের এক নাবালকের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, শৌচালয়ে রাখা ছিল বোমা। ওইদিন সকালে প্রাতঃকৃত্য করতে যায় ওই নাবালক। সেই সময় বোমাটি বিকট শব্দে ফেটে যায়।
নাবালককে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনার পর নড়েচড়ে বসে রাজনৈতিক মহল। শাসক থেকে বিরোধী সকলেই প্রতিক্রিয়া দেন এই ঘটনায়। একে অন্যকে দোষারোপ করতে থাকেন তারা।
এই বোমা বিস্ফোরণ নিয়ে আবার অদ্ভুত হাস্যকর যুক্তি দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “এত রোদ উঠছে সেই কারণে বোমা ফাটছে। পুলিশ সক্রিয় তাই বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার করছে। আর বাংলায় বোমা কোন দিন ছিল না? সিপিএম এর জামানায় ছিল, তৃণমূলের জামানায়ও আছে। পুলিশ যত সক্রিয় হবে তত তাড়াতাড়ি বোমা উদ্ধার হবে আর অপরাধীরা জেলে থাকবে। আর বোমা হল সব থেকে সস্তার অস্ত্র। পুলিশ সক্রিয় রয়েছে বলেই এত বোমা উদ্ধার হচ্ছে”।