‘নিশ্চিন্ত থাকুন, ২০২৪-এ বিজেপি আর কোনওভাবেই ক্ষমতায় আসবে না’, শাহ্’র মন্তব্যের পাল্টা দিয়ে ভবিষ্যৎবাণী মমতার

২০২৪-এর লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত শুক্রবার বীরভূমের সিউড়িতে সভা করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছিলেন যে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি যদি ৩৫টি আসন পায়, তাহলে ২০২৫ সালেই পতন হবে মমতা সরকারের। ২০২৬ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। এবার শাহ্’র সেই মন্তব্যেরই পাল্টা দাবী করলেন মমতা।
আজ, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই তিনি বলেন, “চব্বিশের ভোটে ওরা পাওয়ারে আসবে না, নিশ্চিন্ত থাকুন। আমি বিরোধী দলগুলিকে আবার বলব, আসুন, আমরা সবাই একসঙ্গে মিলিত হই। আমরা সবাই যদি মিলিত হই তাহলে আমি নিশ্চিত, ২০২৪ এ বিজেপি আসবে না”।
অমিত শাহ্’র মন্তব্যের তীব্র নিন্দাও করেন এদিন বৈঠকে মমতা। বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কোনও নির্বাচিত সরকারের পতনের কথা কীভাবে বলতে পারেন অমিত শাহ! শুধু তাই-ই নয়, এই নিয়ে অমিত শাহ্’র পদত্যাগের দাবীও তোলেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি আরও বলেন, “বিরোধীরা একজোট হলে ২০২৪-এ বিজেপি পাওয়ারেই আসবে না, আমাদের সরকার ফেলবে কী”?
বলে রাখি, উনিশের লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা সেভাবে সফল হয়নি। কারণ সব রাজনৈতিক দলই নিজেদের নীতি অনুযায়ী লড়াই করেছিল। সেবার বিপুল ভোটে জিতে দ্বিতীয়বার দিল্লিতে ক্ষমতা গড়ে মোদী সরকার। এবার লড়াই ২০২৪-এ। আর এবারও বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার অস্ত্রে শান দিতে উদ্যত মমতা।
সম্প্রতি দেশের নানান বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে। বিহারের আরজেডির তেজস্বী যাদবই হন বা তেলেঙ্গানার বিআরএস নেত্রী কবিতা অথবা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল – সিবিআই বা ইডির তলব পেয়েছেন সকলেই। দফতরে ডেকে দীর্ঘক্ষণ জেরাও চলেছে। রবিবার কেজরিওয়ালকে ৯ ঘণ্টা জেরা করা হয়েছে সিবিআইয়ের তরফে।
এই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন বলেন, “এটাকে শো-কেস করতে চাইছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি এমনটা করা যায়, তাহলে আমি বলব স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কেন করা যাবে না? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি গুন্ডামি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন”।