রাজ্য

‘আগে চিকিৎসা হবে, তারপর প্রসেস’, হাসপাতালে ভর্তির নিয়ম ও রেফার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা

এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান ছিল আজ, বৃহস্পতিবার। এই অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চিকিৎসা পরিষেবা নিয়ে বেশ ক্ষোভই প্রকাশ করলেন তিনি। রেফার প্রসঙ্গ নিয়ে ক্ষোভ জানান তিনি। তিনি বললেন যে ভর্তির প্রসেসিং পরে, আগে চিকিৎসা করতে হবে।

আজ, বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান এসএসকেএমে। সেখানে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে মমতা বলেন, “ডাক্তারিকে অনেকেই ভাবেন এটা শোকেস। অনেকে আবার প্রাইভেট চেম্বার করেন। কারণ, সরকারি হাসপাতালে নির্দিষ্ট বেতনের মধ্যে কাজ করতে হয়। কিন্তু পার্থক্য এটাই যে, সরকারি হাসপাতালের ডাক্তার আর নার্সরা সারারাত জেগে পরিষেবা দেন, এটা তাঁদের ক্রেডিট”। এদিন মুখ্যমন্ত্রী ফের সিনিয়র চিকিৎসকদের রাতে থাকার জন্য আবেদন করেন।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সবক্ষেত্রে বড় একটা যে বাধা এসে দাঁড়ায়, তা হল নিয়মকানুন। এই নিয়মের জেরে অনেক্ষেত্রেই দেখা যায় চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় রোগীর। এদিন চিংড়িহাটার দুর্ঘটনা প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “প্রসেস পরে হবে, আগে চিকিৎসা। ট্রমা কেয়ার সেন্টারে এসব করা যায় না। এটা ইমারজেন্সি”।

অনেক সময় দূরদূরান্ত থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের রেফার করা হয়। তারপর ভর্তির প্রসেস তো থাকেই। তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রেগনেন্ট মহিলা রেফার হয়ে ৬ ঘণ্টার রাস্তা এলে তো মরেই যাবেন। তারপর থাকে প্রসেস”।

অনেক হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কম থাকায় চিকিৎসা সংক্রান্ত অনেক খুঁটিনাটি কাজ যেমন ইনজেকশন দেওয়া, ড্রেসিং করা এসব কাজ নার্সরাই করে থাকেন। এদিন চিকিৎসক ও নার্সদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওনারা কাজ করেছেন বলেই টিকাকরণে এগিয়ে বাংলা। মাতৃ মৃত্যুর হার কমেছে”।

Back to top button
%d bloggers like this: