মেলা থেকে ফেরার পথে গণধ’র্ষ’ণ নাবালিকাকে, গ্রেফতার নাবালক সহ ২, উত্তেজনা কুলতলিতে

ফের রাজ্যে গণধ’র্ষ’ণের শিকার নাবালিকা। মেলা থেকে ফেরার পথে ধ’র্ষ’ণ করা হল এক নাবালিকাকে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী করা হয়েছে পরিবারের তরফে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে।
জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকা কুলতলির ঝিঙ্গেতলার বাসিন্দা। বয়স ১২। সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার বাড়ি ছিল না তার মা। সন্ধ্যেবেলা তাই একা একাই এলাকার মেলায় যায় সে। কিন্তু ফেরার পথে ঘটে বিপত্তি।
অভিযোগ, মেলা থেকে ফেরার পথে দু’জন জোর করে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায় ওই নাবালিকাকে। সেখানে ধ’র্ষ’ণ করা হয় তাকে। এরপর নাবালিকাকে সেখানে ফেলেই পালায় অভিযুক্তরা। এদিকে নাবালিকার মা বাড়ি ফিরে খোঁজ করতে থাকেন মেয়ের। কিন্তু দেখা পান নি তার।
স্থানীয়রা রাস্তায় পড়ে থাকতে দেখে ওই নাবালিকাকে। তারাই তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় বলে খবর। এরপরই নাবালিকা গোটা বিষয়টি নিজের বাড়িতে জানায়। অভিযুক্তর বিরুদ্ধে কুলতলি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার।
জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই সেই রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক। নির্যাতিতার মা জানান, “অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ওদের কঠোর শাস্তি চাই”। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পাওয়া মাত্রই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয় বলেও জানা গিয়েছে।