BREAKING: নিয়োগ দুর্নীতির জের! জেল হেফাজত হল পার্থ চট্টোপাধ্যায়ের, নির্দেশ আদালতের

আজ, শনিবার সকালেই ইডির হাতে গ্রেফতার হন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর তাঁকে জোকার ইএসআই-তে নিয়ে যান ইডি আধিকারিকরা। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে। সেখানেই চলে জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এদিন তাঁকে। এবার সেই ব্যাঙ্কশাল আদালতই পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল।
অন্যদিকে, জানা যাচ্ছে, তৃণমূলের ক্যামাক স্ট্রীটের অফিসে বৈঠকে বসেছে দল। এই বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম।
বলে রাখি, গতকাল, শুক্রবার সকাল থেকেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৪টি জায়গায় তল্লাশি চালায় ইডি। তল্লাশি করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। জেরা শুরু তাঁর। অন্যদিকে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা, ২০টি মোবাইল ও ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার করে ইডি। এরপরই আজ সকালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় দু’জনকেই গ্রেফতার করা হয়।