রাজ্য

‘খুব তাড়াতাড়ি গ্রেফতার হবেন সায়নী’, নির্বাচনী সভা থেকে জোর গলায় দাবী সৌমিত্র খাঁ-র

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে তাঁর নাম শোনার পর থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা। সেই রেশ ধরেই তাঁকে তলব করে ইডি। গতকাল, শুক্রবার বেলা সাড়ে ১১টার একটু আগেই সিজিও কমপ্লক্সে পৌঁছন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। এরই মধ্যে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ভবিষ্যৎবাণী করে বলে দিলেন যে সায়নী ঘোষ খুব তাড়াতাড়ি গ্রেফতার হবেন।

গতকাল, শুক্রবার বাঁকুড়ার গোড়াবাড়ি এলাকায় একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেখানেই সায়নী প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “যখন আমি বলেছিলাম সায়নী ঘোষ চোর, ধৃত কুন্তলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে, তখন আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল। আর এখন ভাগ্যের পরিহাসে ইডি দফতরে বসে আছে। খুব তাড়াতাড়ি গ্রেফতারও হয়ে যেতে পারেন”।

বিজেপি নেতার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূলের বাঁকুড়ার জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “সৌমিত্র খাঁ সর্বত্রই আবোল-তাবোল বকেন। চব্বিশের লোকসভায় নিজের হার স্পষ্ট দেখতে পাচ্ছেন। তাই এখন আবোলতাবোল বকার পরিমাণ বেড়ে গিয়েছে। এ ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে”।

প্রসঙ্গত, গতকাল ১১ ঘণ্টা ধরে জেরার পর ইডি দফতর থেকে বেরিয়ে সায়নী বলেন, “আজ প্রাথমিক কিছু নথি নিয়ে ডেকেছিলেন। এর মধ্যে আবার তলব করবেন। বলেছেন কিছু নথি আনতে বলেছিলেন। তদন্তে আমি ১০০ শতাংশ সহযোগিতা করেছি। আশা করছি, তাঁরা সন্তুষ্ট। তবে আবার ডাকলে, নিশ্চয়ই আবারও আসব”।

ইডি সূত্রে খবর, এদিনের জেরায় সায়নীর ফ্ল্যাট নিয়ে প্রশ্ন করেছেন তদন্তকারীরা। কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কীভাবে পরিচয়, তা নিয়েও প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয় ত্রিপুরার নির্বাচনের প্রচারের টাকার উৎস নিয়েও। তবে জানা গিয়েছে, বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দেননি সায়নী। অভিনেত্রী-নেত্রীর সম্পত্তির পরিমাণ, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা। সেই কারণে  আগামী ৫ই জুলাই ফের তলব করা হয়েছে তৃণমূল নেত্রীকে।

Back to top button
%d bloggers like this: