পরিবারকে হেনস্থা করার জন্যই অভিষেক শান্তিকুঞ্জের কাছে সভা করছেন, অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড় কাঁথিতে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেই নিয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Courts) দ্বারস্থ হলেন খোদ শুভেন্দু। তাঁর অভিযোগ, তাঁর পরিবারকে হেনস্থা করার জন্যই তাঁর বাড়ি থেকে ১০০ মিটারের দূরত্বের মধ্যে সভা কর হচ্ছে।
আগামী শনিবার অর্থাৎ ৩রা ডিসেম্বর শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ১০০ মিটার দূরে রয়েছে তৃণমূলের মহাসভা। শুভেন্দুর অভিযোগ, এই বিষয়ে স্থানীয় থানা বা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছেন। আজ, বৃহস্পতিবার দুপুর ২টোর সময় এই আবেদনের শুনানি রয়েছে।
শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কাঁথিতে এই নিয়ে তৃতীয়বার সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগের সব সভাতেই শুভেন্দুকে তুমুল আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ। এবার অভিষেকের যে সভাস্থল কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দান থেকে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের দূরত্ব ১০০ মিটার। সেই কারণে হেনস্থার আশঙ্কা থেকেই যাচ্ছে।
প্রথম থেকেই অভিষেকের সভাস্থল নিয়ে টানাপড়েন ছিল পূর্ব মেদিনীপুরের তৃণমূলের অন্দরে। প্রথমে সভাস্থল হিসেবে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে খুঁটিপুজো করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ মাইতি, জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক প্রমুখেরা। সেখানে মঞ্চ বাঁধার কাজও শুরু হয়ে যায়। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মন্ত্রী অখিল গিরি বা তাঁর ছেলে জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি।
এরপর ২৩ নভেম্বর কাঁথির কলেজ মাঠে নতুন করে সভাস্থল হিসেবে খুঁটিপুজোর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সুপ্রকাশ-সহ জেলা তৃণমূল নেতৃত্ব। কাঁথির কলেজ মাঠের ওই সভাস্থলের ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে অধিকারী পরিবারের বাড়ি।