‘তৃণমূলের ৮০ শতাংশ লোকজন আমার সঙ্গে রয়েছে’, চাঞ্চল্যকর দাবী করে বসলেন শুভেন্দু

ফের একবার শাসকদলকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, “তৃণমূল (TMC) কংগ্রেসের মধ্যে ৮০ শতাংশ লোক আমার সঙ্গে রয়েছে। সঠিক সময় এলে আমি সিগন্যাল দেব”। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) ফের তোপ দাগেন তিনি।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান তিনি। যদিও ফের বাংলায় ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু এরপরও শুভেন্দু অধিকারী করেন যে তৃণমূলের এমন অনেক মন্ত্রী রয়েছেন, যাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।
আজ, শনিবার হলদিয়ায় টাটা স্টিল কোম্পানির বিশ্বকর্মা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন বিরোধী দলনেতা। সেখানেই তিনি দাবী করেন, “তৃণমূল কংগ্রেসের মধ্যে ৮০ শতাংশ লোক আমার সঙ্গে রয়েছে। অনেকেই বুঝতে পারছেন না। সঠিক সময় এলে আমি সিগন্যাল দেব”।
শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করে এদিন শুভেন্দুবাবু বলেন, “তৃণমূল সরকারের অধীনে হলদিয়ায় বিস্কুট কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও রাজ্যের আরও অনেক এমন কোম্পানি রয়েছে, যেগুলো একের পর এক বন্ধ করে চলেছে এই সরকার। পশ্চিমবঙ্গকে একটু দয়া করো বাবা বিশ্বকর্মা”।
এদিন এর পাশাপাশি রাজ্যের প্রশাসনকেও তোপ দাগেন নন্দীগ্রামের বিধায়ক। এদিন অমরনাথ কে এবং রাহুল পাণ্ডেকে আক্রমণ করেন শুভেন্দু। এরা দু’জন হলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং হলদিয়ার পুলিশ আধিকারিক। তাদের কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ওরা দালাল। কেবল দালালি করে চলেছে। কিন্তু বেশি কিছু করতে পারবে না”।
তাঁর কথায়, “হলদিয়ায় এত বড় করে বিশ্বকর্মা পুজো করা হয়। তবে এলাকায় কোথাও চপ ও ঘুঘনির দোকান দেখতে পেলাম না। আসলে এই সরকারের আমলে গোটা বাংলা জুড়ে দুর্নীতি হয়ে চলেছে আর এখন আবার সিআইডি তদন্ত হাতে নিয়েছে। ওরা কেবল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপোর কথায় চলে”।