রাজ্য

‘কংগ্রেস জিতেছে বলে উৎসাহিত নই, তৃণমূল হেরেছে বলে খুশি’, সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য শুভেন্দুর

সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi by-election) কংগ্রেস জিতেছে বলে তিনি উৎসাহিত নন বরং সেখানে তৃণমূল হেরেছে বলে তিনি খুশি। আজ, রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি দলীয় সভা থেকে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পাশাপাশি তিনি এও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এনআরসি-র (NRC) ভয় দেখিয়ে বোকা বানিয়েছিলেন মুসলিম ভোটারদের।

এদিন বিরোধী দলনেতা বলেন, “আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিলাম। আর ভবানীপুরে একটা জলজ্যান্ত লোককে পদত্যাগ করতে হল। কারণ ওনাকে মুখ্যমন্ত্রী পদ ধরে থাকতে হবে। আর ভবানীপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন, আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করলাম। লে ঠেলা! ওই জন্যই তো ধরে ঢুকাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ করছে”।

শুভেন্দুর কথায়, “গতবারের ভোটে মুসলমানদের খুব টুপি পরিয়েছিল। এনআরসি হয়ে যাবে, আমাদের সব তাড়িয়ে দেবে। বিজেপি ঢুকে পড়বে। সাগরদিঘিতে উলটে গেছে। কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই। কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি। আর সংখ্যালঘুরা বুঝেছে এনআরসি-র ঢপ। ঢপের চপ মমতা ব্যানার্জি খাইয়েছিল, সেই চপ আর কাজ করছে না। লোক এখন কর্ম চায়। লোক এখন হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা চায়। আধুনিক শিক্ষা চায়”।

বলে রাখি, মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র মূলত মুসলিম অধ্যুষিত এলাকা বলেই পরিচিত। ওই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে ২৩ হাজারের বেশি ভোটে হারিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বিজেপি প্রার্থী ওই কেন্দ্র থেকে পেয়েছেন ১৪ শতাংশ ভোট।a

Back to top button
%d bloggers like this: