রাজ্য

‘সম্পর্কের উন্নতি হোক আমি চাই না’, ফের একবার সুদীপকে নিয়ে বিস্ফোরক তাপস রায়

দু’জনেই শাসক দলের উত্তর কলকাতার হেভিওয়েট নেতা। কিন্তু দু’জনের মধ্যে কিছুতেই তরজা কমছে না। একজন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যজন বরানগরের বিধায়ক তাপস রায়। তৃণমূলের প্রথম থেকেই দু’জনে রয়েছেন তৃণমূলের সঙ্গে রয়েছেন। কিন্তু বিগত কয়েকমাস ধরে তাদের মধ্যেকার সম্পর্কের অবনতি স্পষ্ট লক্ষ্যনীয়। এবার ফের একবার তাপস রায় জানিয়েই দিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন কিন্তু সুদীপের সঙ্গে সম্পর্ক উন্নত করার কোনও ইচ্ছা নেই তাঁর।

আজ, শুক্রবার সাংবাদিকদের সামনে তাপস রায় বলেন, “কী যায় আসে সম্পর্ক ভাল হওয়া, মন্দ হওয়ায়। ভাল মন্দ নিয়ে যায় আসে না আমার। কী দরকার এসবের। আমি তো আমার মতো দল করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। আমার সঙ্গে সকলের ভাল সম্পর্ক। রাজ্যে এমন কোনও বিধায়ক নেই, সাংসদ নেই, মন্ত্রী কিংবা প্রতিষ্ঠিত তৃণমূল নেতা নেই, যাঁর সঙ্গে আমার সুসম্পর্ক নেই। তাঁরাও একই কথা বলবেন। আমাকে সকলেই পছন্দ করেন, ভালোবাসেন”।

নাম না করেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বরানগরের বিধায়ক বলেন, “ব্যতিক্রম কারণ নিশ্চয়ই ছিল বা আছে সেই জন্যই ব্যতিক্রম। আমি ভাল আছি। খুব নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে দল করি। দল যখন যা কাজ দেয়, তা সুচারুভাবে করি। কোনও ফাঁকি কোনওদিনই দিইনি, দেবও না”।

বেশ কঠোর সুরেই তাপস রায় বলেন, “আমি চাই না বিশেষ একজনের সঙ্গে আমার সম্পর্কের উন্নতি হোক। আমার ভাল লাগে না। এর জন্য দলের বিড়ম্বনার কোনও প্রশ্নই নেই। ২২ বছর হয়ে গেল তৃণমূল করছি। তার আগে কংগ্রেসে ছিলাম। আমাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ম্বনায় পড়েননি, দল বিড়ম্বনায় পড়েনি, পড়বেও না”।

বলে রাখি, দুর্গাপুজোর সময় উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতির বাড়ির পুজোয় গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাকে নিয়েই শুরু হয় তাপস রায়ের মন্তব্য। এই ঘটনার নিন্দা করেন তিনি। এর পাল্টা দেন সুদীপও। এরপর থেকেই সাংসদ-বিধায়কের তরজা তুঙ্গে।

Back to top button
%d bloggers like this: