অনিন্দ্য-দেবলীনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ তরুণজ্যোতি তিওয়ারি, অভিযুক্তদের মার্চেই আদালতে দিতে হবে হাজিরা!

হিন্দু ভাবাবেগকে চরম অশ্রদ্ধা ও আঘাত করার জন্য অভিনেত্রী দেবলীনা দত্ত ও গায়ক-পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। কিন্তু সে অভিযোগ জমা করার পরেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। তাই শেষমেশ বাধ্য হয়ে বারাসাত আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তরুণজ্যোতি তিওয়ারি।
তিনি আগেই জানিয়েছিলেন যে, দেবলীনা দত্ত ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যা ব্যবস্থা নেবেন, তা আইনসম্মতই হবে। এও বলেছিলেন যে, তাঁরা নিজেদের ধর্মের অপমান করতে পারেন, কিন্তু তিনি তাঁর ধর্মের অপমান মেনে নেবেন না। কোনও দলের কর্মকর্তা হিসেবে নয় বরং একজন হিন্দু হিসেবে তিনি তাঁর ধর্মের দিকে আসা আঘাতের প্রতিবাদ করবেন বলেই জানান তিনি।
আরও পড়ুন- রাজনীতিতে সম্পর্কের নতুন সমীকরণ! নুসরতের থেকে রাজনীতির টিপস নেব না, অকপটে সদ্য বিজেপি নেতা যশ
প্রসঙ্গত, গত ১৩ই জানুয়ারি অভিনেত্রী দেবলীনা দত্ত ও অনিন্দ্য চট্টোপাধ্যায় একটি সংবাদমাধ্যমের দ্বারা আয়োজিত একটি টক শো-তে এসে হিন্দুত্ব বিরোধী মন্তব্য করেন। অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন যে দুর্গাপুজোর নবমীর দিন তিনি নিজের বাড়িতে গো-মাংস রান্না করে খেতেই পারেন, এটা তাঁর অধিকার। সেই মন্তব্যের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন তিনি নিজে নিরামিষাশী হলেও, তাঁকে যদি বলা হয় তাহলে দুর্গাপুজোর অষ্টমী ও নবমীর দিন তিনি গরুর মাংস রান্না করে দেবেন। তাঁর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতে বিতর্ক শুরু হয় তাঁর এই মন্তব্যকে ঘিরে। সকলেরই দাবী, দুর্গাপুজোর অষ্টমীর দিনের মতো শুদ্ধ একটি দিনে একজন হিন্দু অভিনেত্রী কী করে গরুর মাংস রান্না করা বা খাওয়ার কথা বলতে পারেন। এই কথা অবশ্যই হিন্দু ভাবাবেগকে আঘাত করে।
অভিনেত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর মতে, অভিনেত্রী যা খুশি খেতেই পারেন বা রান্না করতেই পারেন, সেটা তাঁর ইচ্ছা। কিন্তু সে সম্বন্ধে প্রকাশ্যে আলোচনা করা, তা একেবারেই কাম্য নয়। এমন ঘটনা হিন্দুত্ববিরোধী মনোভাবকেই প্রশয় দেয়। এর জেরে সামাজিক স্তরে ঘৃণা ছড়াতে পারে বলেও অভিযোগ বিজেপি নেতার। তরুণজ্যোতির বক্তব্য, বাক স্বাধীনতা মানে এই নয় যে কোনও ব্যক্তি কোনও ধর্মের অপমান করতে পারেন। হিন্দুত্ববাদকে রক্ষার্থেই অভিনেত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করে থানায় অভিযোগ দায়ের করেন তরুণজ্যোতি তিওয়ারি।
আরও পড়ুন- আমি নিতম্ব দোলাই না, হাড় ভেঙে দিই, কংগ্রেস বিধায়কের কটাক্ষের জবাব কঙ্গনার
তবে বিজেপি নেতার অভিযোগ থানায় দায়ের করলেও থানা থেকে সেভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এই ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছে বলে তিনি জানান। তিনি এও অভিযোগ করেন যে পুলিশ এই বিষয়ে তেমন আমল দেয় নি। পুলিশের আচরণ দেখে মনে হচ্ছিল যেন উপরমহল থেকে তাদের এই বিষয়ে কোনও গ্রহণ করতে বারণ করা হয়েছে।
এই কারণে শেষমেশ বারাসাত আদালতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ/২৯৫এ/১২০বি/৩৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করেন বিজেপি নেতা। এই মামলার শুনানির জন্য অভিযুক্তদের আগামী ১৬ই মার্চ ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত থাকতে বলা হয়েছে।