রাজ্য

পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জের, বিজেপি নেতাদের সরকারি প্রকল্প বন্ধ করার হুমকি তৃণমূল নেতার

সদ্যই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে যারা বিজেপির হয়ে এলাকায় ভোট চাইতে গিয়েছিলেন, তাদের সরকারি প্রকল্প বন্ধ করার হুমকি দিলেন তৃণমূল নেতা। বাঁকুড়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল।

গতকাল, রবিবার বাঁকুড়ার কোতুলপুরে একটি প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল। মণিপুরের ঘটনা প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্রে বিজেপি-র নীরবতা নিয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সোনামুখী পুরসভার উপ পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়।

কী বলেন ওই তৃণমূল নেতা?

এদিন বক্তব্যের প্রথমেই তিনি বলেন, “কিছু কিছু বিজেপি নেতা চায়ের দোকানে চা খেতে খেতে বলছেন রুপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দেয়নি সেটা সরকার দিচ্ছে। তাই লক্ষ্মীর ভাণ্ডার আটকানোর কেউ নেই। আমি বলি সরকারটা কার? তোদের বাবার”?

তৃণমূলের স্থানীয় কোতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামীর নাম করে সোমনাথ বলেন, “তরুণদা যদি মনে করে যারা বিজেপির পতাকা নিয়ে ঘুরছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকে দেব তাহলে পাঁচ মিনিট সময় লাগবে না”।

ওই তৃণমূল নেতার সংযোজন, “মনে রাখবেন যেমন কুকুর তেমন মুগুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের দরজায় গিয়ে তাঁর সম্পর্কেই যাচ্ছে তাই বলে বেড়াবেন সেই দিন শেষ হয়ে গিয়েছে। যাঁরা এইরকম সব প্রকল্পের সুবিধা নিয়ে বিজেপির পতাকা কাঁধে মানুষের দরজায় গিয়ে ভোট চেয়েছেন তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে কী হয় তার খেলা শুরু হবে”।

এই বিষয়ে কী বক্তব্য বিজেপির?

ওই তৃণমূল নেতা পাল্টা তোলাবাজ করে কটাক্ষ করা হয় গেরুয়া শিবিরের তরফে। তাদের দাবী, বিজেপি কর্মীরা যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হন, তাহলে তারা আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের অধিকার আদায় করবেন।

Back to top button
%d bloggers like this: