অভিষেকের ছবিতে মন্তব্য করার জের, কলেজে তরুণীকে একা পেয়ে পুলিশের সামনেই চরম হেনস্থা তৃণমূলী ছাত্রদের, দেওয়া হল হুমকিও

বাংলায় এখন তৃণমূলেরই রাজ। কোথাও কোনও জায়গায় কাউকে শানাতে বা হুমকি দিতে দু’বার ভাবে না তৃণমূল কর্মী-সমর্থকরা। নানান বিষয়ে একাধিক সময় এমন অনেক উদাহরণ দেখা গিয়েছে যেখানে শুধুমাত্র শক্তির জেরে গা-জোয়ারি করতে দেখা গিয়েছে তৃণমূলের কর্মী-সমর্থকদের বা পড়ুয়াদের।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল ভাঙড়ে। একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন এক তরুণী। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকটি যুবক মিলে সেই তরুণীকে নানানভাবে হেনস্থা করছে, তাঁকে হুমকিও দিচ্ছে। ওই তরুণী কোন এলাকায় ঢুকেছে, তা নিয়েও প্রশ্ন করতে শোনা যায় ওই যুবকদের।
ওই তরুণী এই ভিডিওর ক্যাপশনে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শেয়ার করা এক ছবিতে একটি মন্তব্য করেছিলেন তিনি। আর তার জেরেই তৃণমূলী ছাত্রদের হেনস্থার মুখে পড়েছেন তিনি। তরুণীর কথায়, কলেজে রেজাল্ট আনতে গেলে তাঁকে ওই যুবকরা ঘিরে ধরে হেনস্থা করতে থাকে।
ঘটনাটি ভাঙড় মহাবিদ্যালয়ের। এই ভিডিওতে প্রথমেই এক যুবককে বলতে শোনা গিয়েছে, ওই তরুণী কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কোনও তির্যক মন্তব্য করেছেন। সেই নিয়ে শাসাতে শোনা যায় যুবকদের। ওই কলেজে পড়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কোনও খারাপ মন্তব্য করা হল, এটাই ছিল ওই ছাত্রদের প্রশ্ন।

আর সবথেকে আশ্চর্যের বিষয় হল, ওই যুবকরা যখন তরুণীকে এমন হেনস্থা করছিল, তাঁকে শাসাচ্ছিল, সেই সময়ই সেখান দিয়ে এক পুলিশকে যেতে দেখা যায়। কিন্তু অবাক করার ঘটনা, পুলিশটি সবটা দেখেও যুবকদের কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। এক তরুণীকে এতজন যুবক মিলে হেনস্থা করছে দেখেও ওই পুলিশ আধিকারিক কোনও পদক্ষেপ নেন নি ওই যুবকদের বিরুদ্ধে।
এই নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। শুধুমাত্র একটা ছবিতে কমেন্ট করার জন্য কিছু তৃণমূলী ছাত্রদের কাছে এভাবে কেন হেনস্থা হতে হবে এক তরুণীকে? কী দোষ তাঁর? আর সেই তরুণী এমন কোনও ব্যক্তিগত আক্রমণ করেন নি অভিষেকের ছবিতে যার জন্য তাঁকে এমন ঘটনার মুখে পড়তে হবে।
আর সব থেকে বড় প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। তিনি সবটা দেখেও কোনও পদক্ষেপ না করে সেখান থেকে চলে গেলেন কীভাবে? একজন মেয়েকে এভাবে খোলা রাস্তায় হেনস্থা করা হচ্ছে, তা সত্ত্বেও কোনও প্রতিক্রিয়া নেই তাঁর। তাহলে কী তৃণমূলের ছাত্র বলেই পুলিশের মুখে কুলুপ? এমনটাই প্রশ্ন তোলা হয়েছে ওয়াকিবহাল মহলের তরফে।