শারদীয়ার উপহার মমতার! পুজোর আগেই খুশির হাওয়া, রাজ্যবাসীকে এবার ১০ হাজার টাকা উপহার দিচ্ছে মমতা সরকার

পুজোর আর খুব বেশিদিন বাকি নেই। এর আগেই শারদীয়ার উপহার দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্থায়ী কৃষক বাসিন্দাদের জন্য এবার দারুণ সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। এবার কৃষকদের ১০ হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। এর জেরে পুজোর আগে হাজার হাজার চাষির মুখে ফুটল হাসি।
তবে একটি শর্ত মেনে চলতে হবে এই উপহার পেতে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের যে আর্থিক সাহায্য করা হয়, সেই সাহায্য এবার দ্বিগুণ করা হয়েছে। এর আগে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ৫০০০ টাকা আর্থিক সহায়তা পেতেন। এবার থেকে পাবেন ১০ হাজার টাকা আর্থিক সহায়তা। আর রাজ্যের ক্ষুদ্র কৃষকরা সরকারের তরফে বার্ষিক ৪০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী কিষান যোজনাতে কৃষকরা বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা পান। এবার এর সঙ্গে পশ্চিমবঙ্গের কৃষকরা ১০ হাজার টাকা করেও পাবেন। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
রয়েছে আরও চমক
এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকদের জন্যই প্রযোজ্য। শুধুমাত্র আর্থিক সহায়তা বৃদ্ধিই নয়, এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পে সরকারের তরফে মিলবে ডেথ বেনিফিটও। কোনও কৃষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে দু’লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফে।
কীভাবে টাকা পাবেন কৃষকরা?
সাধারণত খারিফ শস্য ও রবি শস্য চাষের সময়ই কৃষকদের আর্থিক সাহায্য করে সরকার। জানা গিয়েছে, এই দশ হাজার টাকার মধ্যে খারি শস্যের মরশুমে পাঁচ হাজার আর রবি শস্যের মরশুমে বাকি পাঁচ হাজার টাকা দেবে সরকার। আর যেসমস্ত কৃষকদের ১ একরের কম জমি রয়েছে তাদের বার্ষিক ৪০০০ টাকার আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার।