রাজ্য

দক্ষিণবঙ্গে আপাতত নেই বৃষ্টি! আগামী সপ্তাহের মধ্যেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা 

ভোটের উত্তাপের মাঝেই ঝোড়ো ব্যাটিং করল গরম। তাপমাত্রা বাড়লে আর্দ্রতার জেরে ভ্যাপসা গরম বজায় থাকছে রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা। বরং আগামী সপ্তাহের মধ্যেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা এমনটাই বলা  হয়েছে৷

ভোরের দিকে বাতাসে বসন্তের ছোঁয়া থাকলেও দিন শুরু হতেই বাড়ছে গরমের অস্বস্তি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাড়বে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিনদিন রাজ্যজুড়ে বজায় থাকবে তাপমাত্রা জনিত অস্বস্তি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমলেও শুষ্ক গরমে বাড়বে গুমোটভাব।

আজ প্রথম দফার ভোটের দিন কাঠফাটা রোদে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর এই পাঁচ জেলায় আজ ভোট।

উল্লেখ্য, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। শনিবার সেই তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। শনিবার রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে৷ সর্বনিম্ম ২৪.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা।

 

Back to top button
%d bloggers like this: