বিনোদন

সিনেমায় সুযোগ পেতে গেলে প্রযোজকের শয্যাসঙ্গী হতে হবে, কেরিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার অঙ্কিতা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অঙ্কিতা আরও বেশি করে লাইমলাইটে আসেন প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। সেই সময় একরকম নিয়ম করেই তাঁকে দেখা যেত সোশ্যাল মিডিয়ায় সুশান্তের জন্য ন্যায় বিচার চেয়ে নানারকম পোস্ট করতে। সেই সময় যখন রিয়া চক্রবর্তী গোটা দেশের চোখে রীতিমতো ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন, ঠিক তখনই সকলের কাছে সহানুভূতিশীল হয়ে পড়েছিলেন অঙ্কিতা। এমনকি, অনেকেই তাঁকে সুশান্তের ‘বিধবা’ বলেও আখ্যা দেয়।

কিন্তু হঠাৎই কয়েকমাসের মধ্যেই ঘটে ছন্দপতন। নিজের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনেন অঙ্কিতা। প্রায়শই অঙ্কিতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ধরা পড়ত তাঁর নানান নাচের ভিডিও। এমনকি, পার্টি করা থেকে তাঁর বর্তমান প্রেমিক ভিকির সঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবি, সবই ফুটে উঠত সোশ্যাল মিডিয়ায়। এর জেরে মন ভাঙে সুশান্তের অনুরাগীদের। একের পর এক আঙুল উঠতে থাকে অঙ্কিতার দিকে। অনেকেই বলেন যে সুশান্তের মৃত্যুর কিছুদিনের মধ্যেই তিনি এত আনন্দ ফুর্তি করছেন কী করে? তাহলে সবটাই অঙ্কিতার লোক দেখানো ছিল?

আরও পড়ুন- ‘মোহর’ ধারাবাহিকের নায়িকা সোনামণি সাহাকে কটাক্ষ জিতের, কেন এমন করলেন নায়ক?

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন যে সুশান্তের সঙ্গে ব্রেকআপের পরেও তিনি সুশান্তের ছবি নিজের ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছিলেন। এই সাক্ষাৎকারেই বলিউডের কাস্টিং কাউচ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। দু’দুবার কাস্টিং কাউচের কারণে তাঁকে হেনস্থা হতে হয়েছে, একথা জানান অঙ্কিতা। প্রথমবার তাঁর কেরিয়ারের একেবারে শুরুর দিকে ও দ্বিতীয়বার যখন তিনি টেলিভিশন থেকে বড় পর্দায় আসার চেষ্টা করছিলেন তখন।

আরও পড়ুন- কালো পোশাকের ভেতর দিয়ে উঁকি দিচ্ছে লাল অন্তর্বাস, মালদ্বীপের বিচে উষ্ণতা ছড়াচ্ছেন ঐন্দ্রিলা

অঙ্কিতা জানান, “আমার বয়স তখন ১৯-২০ বছর। অডিশন দিতে গিয়েছিলাম। ঘরে একাই ছিলাম। তখন প্রোডাকশনের একজন আমায় বলল যে সিনেমায় সুযোগ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে। আমিও খুব স্মার্ট, পাল্টা প্রশ্ন করলাম। কীরকম কম্প্রোমাইজ চাইছেন প্রযোজক? তাঁর সঙ্গে আমায় পার্টি বা ডিনারে যেতে হবে? আমায় বলা হল না, আমায় নাকি প্রযোজকের সঙ্গে শুতে হবে। আমি উত্তরে বলেছিলাম, আপনাদের প্রযোজক ভালো অভিনেত্রী চান না, একজন শয্যাসঙ্গী চান। আমি সেই অডিশন ছেড়ে বেরিয়ে আসি”।

অঙ্কিতা জানান, দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল একজন খ্যাতনামা নায়কের সঙ্গে। তখন তিনি সিরিয়ালের প্রতিষ্ঠিত অভিনেত্রী। এই সাক্ষাৎকারে সুশান্তের সম্বন্ধেও অনেক কথা বলেন অঙ্কিতা। তাঁর কথায়, সুশান্ত নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি কেরিয়ার ও অঙ্কিতার মধ্যে কেরিয়ারকে বেছে নিয়েছিলেন বলেও জানান অঙ্কিতা।

Back to top button
%d bloggers like this: