‘কোহলির গায়ের চামড়াটাই মোটা হয়ে গিয়েছে’ বিরাট কোহলির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যে ক্ষোভ প্রকাশ বলিউড ‘স্টার’ কেআরকে’র!

আবারও ব্যর্থ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বেশ কয়েকটি ম্যাচে রান তুলতে পারছেন না কোহলি। শেষ ২০১৯ সালে রাট তুলতে দেখা গেছে তাঁকে। তারপর থেকে তাঁর ব্যাটে বড় রান উঠছে না। সেঞ্চুরি তো অনেক দূর, এজবাস্টন টেস্টে ইংল্যান্ডে ২ ইনিংস মিলিয়ে বিরাটের সংগ্রহে ছিল মাত্র ৩১ রান!
বিরাট কোহলির ব্যর্থতার পর থেকে, ভারতীয় ক্রিকেট সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন। বহু মানুষ তাঁর বিরুদ্ধে মন্তব্য করছেন। গতকাল রাতে ট্যুইট করেছেন বলিউড স্টার কেআরকে। এর আগেও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তবে গতকালকের পোস্টে ‘কিং কোহলি’কে রীতিমত রগড়ে দিয়েছেন তিনি।
Thand Pad Gayee bhai @imVkohli Beizzati Karakar! You didn’t play last match and India won easily. Kuch Toh Sharam Kijiye Janab! #INDvsENG
— KRK (@kamaalrkhan) July 9, 2022
ট্যুইটে কেআরকে লিখেছেন, ‘প্রত্যেকের কাছে অপমানিত হতে হতে বিরাট কোহলির গায়ের চামড়াটাই মোটা হয়ে গিয়েছে। তুমি গত ম্যাচে খেলতে আসনি। সেকারণেই ভারতীয় ক্রিকেট দল সহজে জয়লাভ করেছে। মশাই, একটু তো লজ্জা করুন।’
Bhai Sahab @SGanguly99 please tell me where youngsters will play, if Buddhe like Kohli and Rohit will play T20 also. At least fix the age for each format. So that all the good players will get chance to play for the country. #INDvsENG
— KRK (@kamaalrkhan) July 9, 2022
শুধু তাই নয়, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করে তিনি ট্যুইট করেছেন, রোহিত কোহলির মতো বুড়ো খেলোয়াড়রা সব জায়গায় খেললে দেশে নতুন ক্রিকেটারগুলো কোথায় খেলবে। টি-২০ ক্রিকেটে তো অন্তত একটা নির্দিষ্ট বয়সের মাপকাঠি বেঁধে দেওয়া দরকার’ এরকম আরও ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা। তবে ভারতীয় দল থেকে বিরাটকে বাদ দেওয়ার আলোচনা জোরাল হচ্ছে ক্রমশ।
Bhai Sahab @imVkohli I request you with my folded hands, please retire from One day and #T20! Let talented youngsters play for the country. Thanks!
— KRK (@kamaalrkhan) July 9, 2022