এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে এইভাবেই তুষ্ট করুন মা লক্ষ্মীকে, ভাগ্য সহায় হবে, আর্থিক সংকট ছুঁতেও পারবে না আপনাকে

আগামীকাল, রবিবার অর্থাৎ ৪ জুন পালিত হবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, অর্থাত্ জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই দিনে পুরীতে শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা উদযাপিত হবে। এর পাশাপাশি জ্যৈষ্ঠ পূর্ণিমা মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর উপাসনার জন্যও একটি উপযুক্ত দিন। হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তিনি প্রসন্ন হলে আর্থিক সংকট স্পর্শ করতে পারে না।
জ্যৈষ্ঠ পূর্ণিমায় মা লক্ষ্মীকে তুষ্ট করতে কী কী উপায় করতে হবে, জেনে নিন-
ক্ষীর নিবেদন করুন
জ্যৈষ্ঠ পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণকে ক্ষীর নিবেদন করুন। এর ফলে দারুণ শুভ ফল লাভ করবেন আপনি এবং সম্পদ লাভ করতে পারবেন।
লাল বস্ত্র নিবেদন করুন
জ্যৈষ্ঠ পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে লাল বস্ত্র নিবেদন করুন। অঙ্গরাগের ভূষণও এদিন মা লক্ষ্মীকে নিবেদন করা খুবই ভালো। এর ফলে দেবীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর এবং সব আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন।
শ্রীবিষ্ণুর পুজো করুন
মা লক্ষ্মীর পাশাপাশি জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীবিষ্ণুর পুজোও করুন। এদিন লক্ষ্মীর সঙ্গে নারায়ণের আরাধনা করলে প্রীত হন দেবী। এর পাশাপাশি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে প্রতি শুক্রবার লক্ষ্মী ও নারায়ণের পুজো করা জরুরি।
লাল ফুল দিয়ে লক্ষ্মী পুজো করুন
জ্যৈষ্ঠ পূর্ণিমায় মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করে পুজো করুন। লাল ফুল দেবীর অত্যন্ত প্রিয়। সেই কারণে লাল ফুল দিয়ে এদিন তাঁর আরাধনা করলে আপনার উপর লক্ষ্মীর শুভ দৃষ্টি বর্ষিত হবে।