‘জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর কী পিসি পদত্যাগ করেছিলেন? শকুনের রাজনীতি চলছে’, করমণ্ডল দুর্ঘটনায় রেলমন্ত্রী পদত্যাগের দাবীর বিরোধিতা শুভেন্দুর

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে যে হারে মৃত্যু সংখ্যা বেড়ে চলেছে, তাতে আতঙ্কিত সকলেই। এই দুর্ঘটনায় দায় রেলমন্ত্রকের উপরেই চাপিয়েছে বিরোধীরা। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর পদত্যাগের দাবী করেছেন। এবার এই নিয়ে পাল্টা তোপ দেগে টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটে তিনি লেখেন, “২০১০ সালের ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বেলাইন হয়েছিল। তখন কি আপনার পিসি তথা তৎকালীন রেলমন্ত্রী পদত্যাগ করেছিলেন? ১৫০জন যাত্রীর মৃত্য়ুর দায় নিয়ে তিনি কি পদত্যাগ করেছিলেন না”
Did your aunt; the then Railway Minister resign after the Jnaneswari Express derailment on May 28, 2010, taking responsibility for the death of approx 150 passengers?
No.You couldn't even wait for 48 hours before engaging in "Vulture Politics".
What could be expected more from… https://t.co/GChCNODU00 pic.twitter.com/4LdbU9Bp7i
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 3, 2023
তিনি আরও লেখেন, “শকুনির রাজনীতি করার জন্য় আপনি ৪৮ ঘণ্টাও অপেক্ষা করলেন না। একজন অর্ধশিক্ষিত মানুষের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়! পারিবারিক ব্যবসার মালিক হলেন তার পিসি, তিনি ব্যবসাকে আবার রাজনৈতিক দল বলে উল্লেখ করেন। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী যাদব আইআইটির প্রাক্তনী। ১৯৯৪ ব্যাচের প্রাক্তন আইএএস। এই সংকটের সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য় তিনিই উপযুক্ত ব্যক্তি”।
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “দুর্ভাগ্যবশত এই মর্মান্তিক ঘটনা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দোষীকে রেয়াত করা হবে না। আর আপনাকে এটাও মনে করিয়ে দিতে চাই, সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা ছত্রধর মাহাতো আপনার পার্টির লোক। ২০২০ সালে জেল থেকে বের হওয়ার পরে তিনি আপনাদের দলের রাজ্য কমিটিতেও চলে গিয়েছিলেন। আপনার পিসিই ওই পদে তাঁকে বসিয়েছিলেন। তিনি ছিলেন তৎকালীন রেলমন্ত্রী”।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যু সংখ্যা বেড়ে ২৮০ ছাড়িয়েছে। একের পর এক যাত্রী হারিয়েছে তাদের স্বজন-প্রিয়জনদের। চারিদিকে শুধু হাহাকার-কান্না। আর এরই মধ্যে শুরু হয়েছে রাজনীতিবিদদের কাদা ছোঁড়াছুঁড়ি।
গতকাল, শনিবারই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন বালেশ্বরে দুর্ঘটনাস্থলে। সেখানে পৌঁছে রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই তিনি বলেন, “আমি অ্য়ান্টি কলিশন ডিভাইস করে দিয়ে এসেছিলাম। সেটা ছিল না। তাহলে এই দুর্ঘটনা ছিল না”।
এই দুর্ঘটনা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তিনি বলেন, “একেবারে উচ্চ পর্যায়ের তদন্ত হবে। একেবারে রুট পর্যন্ত পৌঁছন হবে”। অন্যদিকে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যুক্তি কার্যত মানতে চাননি তিনি।