কেমন লক্ষ্মী প্রতিমা ঘরে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন? আর্থিক উন্নতিতে জেনে নিন কিছু বাস্তু টিপস

লক্ষ্মীপুজো ঘিরে বাড়িতে বিশেষ কিছু আয়োজন রাখা হয়। প্রতি বৃহস্পতিবার আলাদা করে বাঙালি বাড়িতে আয়োজিত হয় লক্ষ্মীপুজো। তবে শুধু বৃহস্পতি বা শুক্রবারই কেন, সারা সপ্তাহ জুড়ে মা লাক্ষ্মীকে বিশেষভাবে আরাধনা করলে মেলে বিশেষ কৃপা।
দেখে নেওয়া যাক, দেবী লক্ষ্মীর আরাধনায় কী কী করলে ঘরে আসেন লক্ষ্মী।
কেমন লক্ষ্মী প্রতিমা ঘরে রাখা উচিত
কথায় বলে, লক্ষ্মীদেবী চঞ্চল। তাই তাঁর দাঁড়ানো কোনও মূর্তি বা ছবি ঘরে রাখা ঠিক নয়। পদ্মাসনে লক্ষ্মী বসে রয়েছেন, এমন মূর্তিই রাখতে হবে ঘরে। কমলাবসনে থাকা মা লক্ষ্মীর মূর্তি ঘরে রাখার পরামর্শ দিচ্ছেন বস্তাবিদরা। কোনও মতেই দণ্ডায়মান লক্ষ্মীমূর্তির পুজো করা ঠিক নয়।
ফুল ও ময়ূরপুচ্ছ
দেবী লক্ষ্মীর প্রিয় ফুল গোলপী রঙের ফুল। লক্ষ্মী ঠাকুরের বেদীতে রেখে দিন ময়ূরের পালক। এতে ধন বৈভব বাড়তে থাকে। ফলে সংসারে আসে অপার ধনসম্পত্তি।
লক্ষ্মীপুজোর রীতি
বলা হয়, লক্ষ্মী প্রতিমার সামনে পুজোর বেদীতে যদি ৫ টি কড়ি রেখে দেওয়া হয়, তাহলে তা সংসারের পক্ষে খুবই লাভদায়ক। এছাড়াও বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর দিন দান ধ্যানে বহু ধরনের লাভ হয়। এমনই বার্তা দিচ্ছেন, বাস্তুশাস্ত্রবিদরা।
ঠাকুরের বেদীতে কোনদিকে লক্ষ্মী মূর্তি রাখবেন
শাস্ত্রজ্ঞরা বলছেন, সর্বদা লক্ষ্মীকে বিঘ্নহর্তা গণেশের ডানদিকে রাখুন। এতে মা লক্ষ্মীর সঙ্গে গণেশের আশীর্বাদ ধন্য হবেন আপনি।
(এই তথ্য সম্পূর্ণ মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)