আচমকাই হবে প্রচুর ধনপ্রাপ্তি, ৩৩ দিনেই ভাগ্য চমকাবে ৪ রাশির, প্রেমজীবনে আসবে অপার সাফল্য

আগামী ৭ জুলাই পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবেন শুক্রদেব। যে গ্রহকে অর্থ, ধন, প্রেম সংক্রান্ত বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই সময় পর্যন্ত চারটি রাশির জাতকরা অর্থলাভ করবেন। প্রবল ধনপ্রাপ্তির যোগ আছে।
সেই ৪ রাশি কী কী, দেখে নিন-
তুলা রাশি
শুক্রের আশীর্বাদে তুলা রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। কেরিয়ারের নিরিখে উন্নতি হবে তুলা রাশির জাতকদের। আয়ের পথ প্রশস্ত হবে। বিশেষত যাঁরা চাকরি করেন, তাঁরা কাজের চাপ বেশি থাকবে। ধনপ্রাপ্তি হতে চলেছে। নয়া কাজ শুরু করলে সাফল্য লাভ করবেন তুলা রাশির জাতকরা।
কর্কট রাশি
শুক্রের আশীর্বাদে ৭ জুলাই পর্যন্ত কর্কট রাশির জাতক-জাতিকারা শুভ ফল লাভ করবেন। কর্কট রাশির যে স্থানে শুক্র আছেন, তাতে ওই রাশির জাতক-জাতিকাদের ধনপ্রাপ্তি হবে। আকস্মিক ধনলাভের প্রবল যোগ আছে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ব্যবসায়ীদের সময় খুব ভালো কাটবে। পড়ুয়াদের জন্যও এটা অনুকূল সময়। প্রেমজীবনে সম্পর্কে মাধুর্য বাড়বে।
কুম্ভ রাশি
শুক্রের কৃপায় কুম্ভ রাশির জাতক-জাতিকারা অনুকূল ফল লাভ করবেন। কুম্ভ রাশির যে স্থানে শুক্র গ্রহের গোচর হয়েছে, তাতে ওই রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি হবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। যাঁরা এখনও চাকরি করেন না, তাঁরা ওই সময়ের মধ্যে চাকরি পেয়ে যাবেন। হাতে টাকা আসবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
ধনু রাশি
শুক্রদেবের আশীর্বাদে ধনু রাশির জাতক-জাতিকাদের প্রেমজীবনে মাধুর্য বাড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে লাভবান হবেন ধনু রাশির জাতক-জাতিকাদের। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। অর্থের কোনও অভাব হবে না। কেরিয়ারের দিক থেকে ভালো ফল মিলবে। পারিবারিক জীবন সুখকর হবে ধনু রাশির জাতক-জাতিকাদের।