জ্যোতিষশাস্ত্র

দুর্গাপুজোর মধ্যেই মার্গী হচ্ছে বুধ, কর্ম ও দাম্পত্য জীবন খুব ভালো কাটবে এই ৫ রাশির, দূর হবে রোগ-যন্ত্রণা

সৌরজগতের সবথেকে ছোটো গ্রহ হল বুধ। জ্যোতিষশাস্ত্র মতে, বুধকে খুবই শুভ গ্রহ বলে মনে করা হয়। বুধ যে কোনও ব্যক্তির বুদ্ধি, ব্যবসা, দক্ষতা, চেতনা নিয়ন্ত্রণ করে। গত ১০ই সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে বিপরীতমুখী অবস্থানে রয়েছে বুধ। আগামী ২রা অক্টোবর এই গ্রহের মার্গী হবে আর ২৬শে অক্টোবর পর্যন্ত একই অবস্থানে থাকবে এই গ্রহ।

আগামী ৩ ও ৪ অক্টোবর রয়েছে অষ্টমী ও নবমী। জ্যোতিষশাস্ত্র মতে, বুধের এই মার্গীর ফলে কিছু কিছু রাশির শুভ সময় কাটবে। সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কন্যা রাশি

কন্যা রাশির দশম ঘরের অধিপতি হল বুধ। এই গ্রহের মার্গীর পর এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সুফল পাবেন। কর্মজীবনে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে তাদের। মান-সম্মান বৃদ্ধি পাবে। রোগ ও দুর্ঘটনা দূরে থাকবে। বাড়িতে বাবা-মা অসুস্থ থাকলে তাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে।

মেষ রাশি

মেষ রাশির জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে বুধের এই মার্গী। চাকুরীজীবীদের জন্য আসতে চলেছে শুভ সময়। চাকরি-ব্যবসায় চলমান সমস্যা দূর হবে। ব্যবসায় লাভ দ্বিগুণ হবে। যারা পড়াশোনা করছেন, তাদের মনোযোগ ভালো হবে।

মকর রাশি

ব্যবসায়ী শ্রেণীর লোকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে এই রাশি। কর্মজীবনের দিক থেকে সময় অনুকূল যাচ্ছে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও সুখবর পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয় অনুকূলে থাকবে।

বৃষ রাশি

বুধের গতিবিধির পরিবর্তনের জেরে এই রাশির জাতক-জাতিকারা ভালো ফল পাবেন। অনেক উৎস থেকে আয়ের সম্ভাবনা তৈরি হবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে এই সময়। ঘরে চলতে থাকা কোনও সমস্যা সমাধান হয়ে যেতে পারে। আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির অষ্টম বাড়ির অধিপতি হল বুধ। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের কোনও আটকে থাকা অর্থ মিলবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। কর্মজীবনে আসবে অগ্রগতি। বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অর্থ উপার্জন করতে পারবেন।

Back to top button
%d bloggers like this: