জ্যোতিষশাস্ত্র

চলতি মাসেই একসঙ্গে তিনটি বড় রাজযোগ, ঝড়ের গতিতে টাকা আসবে ৩ রাশির কাছে, কর্মজীবনে প্রভূত উন্নতির যোগ

শুরু হয়েছে জুন মাস। এই মাসে তিনটি গ্রহের গমনের কারণে তিনটি শুভ রাজযোগ তৈরি হবে। এই রাজযোগ কিছু রাশির জন্য খুবই উপকৃত হতে চলেছে। আজ, ৭ জুন বুধগ্রহ বৃষ রাশিতে গমন করছে। আবার ২৪ জুন বিকেলে বুধ গমন করবে মিথুন রাশিতে। এর পাশাপাশি বুধ আবার ৮ জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকবে। এর কারণে ভাদ্র মহাপুরুষ রাজ যোগ তৈরি হবে।

বুধ যখন বৃষ রাশিতে গমন করবে তখন সূর্যের সঙ্গে এর মিলন বুধাদিত্য যোগ তৈরি করবে। এছাড়া বৃহস্পতি মেষ ও চন্দ্র মকর রাশিতে থাকলে গজকেশরী রাজ যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে, এই রাজযোগগুলিকে খুব উন্নত বলে মনে করা হয়েছে।

এই রাজযোগগুলির ফলে বেশ উপকৃত হতে চলেছে ৩ রাশি, সেগুলি হল-

কর্কট রাশি

গজকেশরী রাজ যোগ কর্কট রাশির জন্য অনুকূল ফল বয়ে আনতে চলেছে। সূর্যের রাশি পরিবর্তন অগ্রগতি ও সাফল্য দেবে। নতুন উৎস থেকে অর্থ বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে। শুধু তাই নয়, বিদেশে চাকরি পাওয়ার সুযোগ থাকবে। ব্যবসায়ীদের আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে।

বৃষ রাশি

বুধাদিত্য ও গজকেশরী রাজ যোগ বৃষ রাশির জাতকদের জন্য ফলদায়ক হতে চলেছে। এই সময়ে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। ভালো চাকরির সুযোগ পাবেন। অবিবাহিতদের বিয়ে হতে পারে। প্রতিটি কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন এই সময়।

কন্যা রাশি

এই রাজ যোগ এই রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে। সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালবাসা থাকবে। অফিসে আপনার কাজের প্রশংসা করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন।

Back to top button
%d bloggers like this: