জ্যোতিষশাস্ত্র

ভালোবাসায় মোড়া দিন কাটবে ভ্যালেন্টাইনস ডে-তে, প্রেম দিবসেই জীবনের খাঁটি প্রেম খুঁজে পাবেন এই ৫ রাশি

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। প্রেমিক প্রেমিকাদের জন্য এই দিনটি বেশ উল্লেখযোগ্য। এদিন প্রিয় মানুষকে মনের কথা জানিয়ে তাঁর সঙ্গে কিছুটা সময় একান্তে কাটাতে সকলেই চান। শুধু প্রেমিক-প্রেমিকারা নন, স্বামী-স্ত্রীরাও এদিন ভালোবেসে পরস্পরের সঙ্গে সময় কাটান। তবে সকলের জন্য়ই কি ভ্যালেন্টাইনস ডে একই রকম সুখের সময় নিয়ে আসে? প্রেম দিবসে অনেকেই একা কাটাতে বাধ্য হন। আবার কেউ কেউ এই দিনেই সঙ্গীর সঙ্গে নানা মনোমালিন্যে জড়িয়ে পড়েন। তাই প্রেম দিবসে যাঁরা প্রেমের মধ্যে থাকেন, তাঁরা সত্যিই ভাগ্যবান। 

দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন ৫ রাশির জাতক-জাতিকারা ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসায় মোড়া দিন কাটাবেন-

বৃষ রাশি

ভালোবাসার দিনে সকাল থেকে রাত ভালোবাসায় মুড়ে কাটাবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। এদিন নিজের মনের মানুষের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটাতে পারবেন আপনি। এই ভ্যালেন্টাইনস ডে থেকেই সঙ্গীর সঙ্গে নিজের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারবেন আপনি। আপনাদের সম্পর্ক প্রেম থেকে বিয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। এদিনই বিয়ের তারিখ পাকা হয়ে যেতে পারে।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য প্রেম ভালোবাসায় মোড়া থাকবে ভ্যালেন্টাইনস ডে। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীদের মধ্যে এদিন সম্পর্ক আরও মজবুত হবে। আপনারা দুজনে একসঙ্গে খুব সুন্দর সময় কাটাবেন। যাঁরা সিঙ্গল, তাঁরা এদিন মনের মানুষের দেখা পেতে পারেন। আপনি বুঝতে পারবেন, ঠিক এমন কারোর জন্যই যেন এতদিন অপেক্ষা করছিলেন আপনি।

মেষ রাশি

আগামিকাল প্রেম দিবস সব দিক থেকেই স্পেশাল হবে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য। আপনি মেষ রাশির জাতক-জাতিকা হলে এদিন খাঁটি প্রেমের সন্ধান পেতে পারেন। বলা যেতে পারে, আপনি এখনও সিঙ্গল হলে, এদিন থেকেই শুরু হবে আপনার প্রেম জীবন। যাঁরা বিবাহিত, সেই সব মেষের জাতক-জাতিকারাও এই ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমের জোয়ারে ভাসবেন।

কন্যা রাশি

আপনি কন্যা রাশির জাতক-জাতিকা হলে ভ্যালেন্টাইনস ডে-তে আপনার জীবনে নতুন কারোর পদার্পণ হতে পারে। এদিনেই খুব সম্ভবত খাঁটি প্রেমের সন্ধান পাবেন আপনি। দারুণ আনন্দ করে এদিনটা কাটাতে চলেছেন প্রেমিক-প্রেমিকারা। মনের মানুষের সঙ্গে এদিন কোথাও ঘুরে আসতে পারেন। এই বছরের ভ্যালেন্টাইনস ডে আপনি অনেক দিন পর্যন্ত মনে রাখবেন।

কর্কট রাশি

আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তা হলে এই প্রেম দিবসে সঙ্গীর কাছ থেকে দারুণ কোনও চমক পেতে চলেছেন আপনি। যাঁরা এখনও সিঙ্গল, তাঁরা এদিন এমন কারোর সাক্ষাত্‍ পেতে পারেন, যিনি সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করবেন। আপনি যদি মনে মনে কাউকে ভালোবাসেন, তবে এদিনই তাঁকে নিজের মনের কথা জানিয়ে দিন।

Back to top button
%d bloggers like this: