আগামী মাসেই শনির চলন হবে বক্রী থেকে মার্গীতে, ধনসম্পদ বাড়বে এই ৩ রাশির জাতক-জাতিকাদের

শনিদেবকে কর্মফলের দাতা বলা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে মানুষের কর্ম অনুসারে ফল দেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবের অশুভ দৃষ্টির কারণে যেমন মানুষ নানান সমস্যার মুখে পড়তে পারেন, ঠিক তেমনই আবার শনিদেবের কৃপাদৃষ্টির ফলে মানুষের জীবন হয়ে উঠতে পারে রাজার মতো।
শনিদেবের আশীর্বাদের ফলে অনেকের জীবনেই সবসময় বিরাজ করে সুখ-সমৃদ্ধি। গত জুলাই মাসে শনি বক্রী হয়েছিল। আগামী মাস অর্থাৎ অক্টোবরে হবে শনি মার্গী। এর জেরে নানান রাশির জাতক-জাতিকাদের উপর প্রভাব পড়বে। এই ৩ রাশির জাতক-জাতিকাদের সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। দেখে নেওয়া যাক সেই তিনটি রাশি কী কী-
মেষ
এই রাশির জাতক-জাতিকারা ব্যবসা ও কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন। কারণ শনিদেব এই রাশি থেকে দশম ঘরে চলে যাবেন যা ব্যবসা ও চাকরির স্থান হিসেবে বিবেচিত। এই সময় এই রাশির জাতক-জাতিকারা স্টক মার্কেট এবং বিনিয়োগ করতে পারেন। তাহলে ভালো অর্থ উপার্জন হবে। নতুন চাকরির অফার পেতে পারেন অনেকে। রয়েছে পদোন্নতির যোগও। এই সময় এই রাশির জাতক-জাতিকারা ব্যবসায় ভালো অর্ডার পেতে পারেন। কাজের ধরনেও উন্নতি লক্ষ্য করা যাবে এই সময়। এই কারণে কর্মক্ষেত্রে সাধুবাদ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
ধনু
এই রাশির জাতক-জাতিকারা শনি গ্রহের জন্য আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন। কারণ শনি গ্রহ এই রাশি থেকে অন্য স্থানে গমন করছে। এই গমনকে জ্যোতিষশাস্ত্রে অর্থ ও বক্তৃতার স্থান ধরা হয়। এই সময় এই রাশির জাতক-জাতিকারা আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন। আটকে থাকা টাকাও পেয়ে যেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এই সময়। নতুন অর্ডার মেলার সম্ভাবনা। এই সময় আর্থিক অবস্থা মজবুত হবে। যাদের কর্মজীবনের ক্ষেত্র বক্তৃতা এবং বিপণনের সঙ্গে যুক্ত, সেই ব্যক্তিদের জন্য এই সময় অনুকূল প্রমাণিত হতে পারে।
মীন
এই সময় শনি গ্রহ প্রত্যক্ষ গতিতে চলবে ফলে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। এই রাশিতে শনি ১১তম ঘরে প্রবেশ করবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি ঘটবে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। নতুন ব্যবসায়িক দিক খুলে যেতে পারে এই সময়। ভবিষ্যতে ভালো অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। স্টক মার্কেট বা লটারি থেকে ভালো আয়ের সম্ভাবনা। এই সময় যানবাহন ও সম্পত্তি কেনার সুযোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।