জ্যোতিষশাস্ত্র

দেড় বছর পর মায়াবী গ্রহ কেতুর রাশি পরিবর্তন, ঘোর সংকট নামছে ৩ রাশির জীবনে, বাড়তে পারে পারিবারিক কলহ

বৈদিক জ্যোতিষ শাস্ত্রে রাহু ও কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এই দুই নিষ্ঠুর গ্রহই এক একটি রাশিতে প্রায় দেড় বছর বিরাজ করে। বর্তমানে কেতু শুক্রের আধিপত্য যুক্ত তুলা রাশিতে রয়েছে। আগামী ৩০ অক্টোবর এই মায়াবী গ্রহ রাশি পরিবর্তন করবে। এই সময় থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু। কেতুর এই রাশি পরিবর্তনের ফলে ঘোর সংকট দেখা দেবে তিন রাশির জীবনে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

কেতুর গোচরের ফলে তুলা রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনে বাড়বে অবসাদ। ভেবেচিন্তে পদক্ষেপ যদি না ক্রাহ্য, তাহলেই বিভেদ ও বিচ্ছিন্নতা বাড়বে। অবসাদের কারণে সকলের সঙ্গে বিশেষ মেলামেশা করতে চাইবেন না এই রাশির জাতক-জাতিকারা। চাপ সৃষ্টি করবে অপ্রত্যাশিত ব্যয়। 

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের পারিবারিক কলহের কারণ হয়ে উঠবে কেতুর গোচর। ভাই-বোনের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার প্রবল আশঙ্কা। বাড়িতে অবসাদ বাড়বে। ছোটখাটো কথায় বিবাদ হলে মানসিক শান্তি নষ্ট হবে। ব্য়বসায় লোকসান হতে পারে এই সময়। ঋণ শোধ করতে অসফল হবেন।

বৃষ রাশি

কেতুর রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক-জাতিকাদের প্রেম সম্পর্কে সমস্যার কারণ হয়ে উঠবে। প্রেম সম্পর্কে ফাটলও ধরতে পারে এই সময়। এই রাশির দম্পতিরা সন্তান সংক্রান্ত দুশ্চিন্তার মুখোমুখি হতে পারেন। সন্তানের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। এর ফলে চিন্তা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

Back to top button
%d