রাজ্য

ন’গ্ন করে ভিডিও, মুখে পেনসিল-বই গুঁজে অকথ্য অত্যাচার, পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের র‍্যাগিংয়ের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

ফের র‍্যাগিংয়ের অভিযোগ রাজ্যের এক স্কুল থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকে একের পর এক র‍্যাগিংয়ের ঘটনার কথা সামনে আসছে রাজ্যের নানান স্কুল, কলেজ থেকে। এবার এক স্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের অকথ্য অত্যাচার করার অভিযোগ উঠল স্কুলের সিনিয়রদের বিরুদ্ধে। পঞ্চম শ্রেণীর কয়েকজন পড়ুয়াকে ন’গ্ন করে ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল।

কী ঘটেছে ঘটনাটি?

এমন নির্মম ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কলাবেড়িয়া পিকে হাইস্কুলে। অভিযোগ, একাদশ শ্রেণীর তিন ছাত্র মানসিক ও শারীরিক অত্যাচার করেছে পঞ্চম শ্রেণীর কয়েকজন পড়ুয়ার উপর। জানা গিয়েছে, পড়ুয়াদের ক্লাসের মধ্যেই ন’গ্ন করে চলত মারধর। অন্য ছাত্রদের দিয়ে সেই ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হত। প্রতিবাদ করলে মুখে বই বা পেনসিল গুঁজে মারধর চলত বলেও অভিযোগ।

এমন ভয়ানক ঘটনার কথা সামনে আসতেই স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শিক্ষকদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটে কীভাবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক মাসে ২-৩ দিন স্কুলে আসেন। সেই সুযোগেই এমন ঘটনা ঘটিয়েছে ওই একাদশ শ্রেণীর ছাত্ররা।

এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, একাদশ শ্রেণীর ওই তিন ছাত্রকে শিক্ষকদের ঘরে তলব করা হয়। তাদের দাবী, তারা এমন কোনও ঘটনা ঘটায় নি।

বলে রাখি, ঠিক একদিন আগেই বসিরহাটের এক স্কুল থেকেও উঠে আসে র‍্যাগিংয়ের অভিযোগ। উত্তর ২৪ পরগণার মাটিয়া থানা এলাকায় ধান্যকুড়িয়া হাইস্কুলের তিন ছাত্র স্কুল হোস্টেল থেকে পালায় সিনিয়রদের অত্যাচারের কারণে। তাদের উদ্ধার করা হলে তারা জানায় যে হোস্টেলের সিনিয়র দাদারা তাদের মারধর করত। র‍্যাগিংয়ের শিকার তারা। ওই তিন পড়ুয়াকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিশনের হাতে তুলে দেওয়া হয়।

Back to top button
%d