Happy Birthday Kareena: ৪১ এ পা দিলেন বেবো, অভিনয়ে আসার আগে হাভার্ডে পড়তেন করিনা কাপুর খান! জানতেন কি?

বলিউডের জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রী করিনা কাপুর খান। সম্প্রতি ৪১-এ পা দিয়েছেন অভিনেত্রী। এমনিতে তাঁর অভিনয় দক্ষতার কথা সকলেরই জানা। তবে তার মধ্যে অনেকেরই অজানা রয়েছে ২০০০ সালে জে পি দত্তের পরিচালনায় ‘রিফিউজি’ ছবির দরুন বলিউডে নিজের ডেবিউ করার আগে কম্পিউটার নিয়ে বিশদ পড়াশোনা করেছিলেন অভিনেত্রী।
বলিউডের এই সুন্দরী নায়িকা নিজের অভিনয়ের প্রতিভা সকলের সামনে দেখানোর আগে, বিশ্ব বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার কোর্স নিয়ে পড়াশোনা করেছেন। আর এই গোপন তথ্য ছোটপর্দার একটি জনপ্রিয় চ্যাট শোতে এসে স্বীকার করলেন অভিনেত্রী। ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ অতিথি হিসেবে এদিন হাজির হয়েছিলেন করিনা কাপুর খান। অভিনয়জগতে ডেবিউ করার আগে নিজের ব্যক্তিগত জীবনের কথা এদিন শো’তে খোলসা করে বলেন অভিনেত্রী।
জানালেন একসময় হার্ভার্ডে তিনি সময় কাটিয়েছেন। যদিও সেটিকে মজা হিসেবে ধরতে চাইছেন এখন। আদতে মা ববিতা এবং দিদি করিশ্মা তাঁকে বিদেশে একা ছাড়তে চাননি প্রথমে। কিন্তু জোর করে নিজের জেদে হার্ভার্ডের ফর্ম তুলে যাবতীয় কাজ একা হাতে সেরেছিলেন করিনা। শেষ পর্যন্ত সমস্ত কিছুর প্রস্তুতি নিয়ে মাইক্রো কম্পিউটার ও ইনফরমেশন টেকনোলজি পড়ার জন্য এই বিশ্ব বিখ্যাত জায়গায় যান। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতেই সঞ্চালিকা সিমি বেশ মজার ছলেই তাঁকে জিজ্ঞাসা করেন, কাপুর পরিবারের কাছে তাঁর এই হার্ভার্ড যাওয়াটা কতটা আনন্দের ছিল?
জবাবে অভিনেত্রী বলে ওঠেন, “ওরে বাবা বিরাট ব্যাপার। মনে হয় আমার জীবনে দেখা সবথেকে বিরাট ঘটনা ছিল সেটি। প্রায় উৎসব বেঁধে গিয়েছিল বাড়িতে। কেউ কোনদিন ভাবেনি যে কাপুর পরিবারের কেউ হার্ভার্ড পাড়ি দিচ্ছেন। পড়াশুনার জন্য তাও আবার। যে যার মতো পেরেছিল সবাইকে বলতে শুরু করে দিয়েছিল। আমার কাছে হার্ভার্ড ইউনিভার্সিটি যাওয়া বিষয়টির কাছে অস্কার পাওয়াও তুচ্ছ মনে হয়েছিল।”
তবে পাশাপাশি অভিনেত্রী জানান, সেই সময়টা বেশ কঠিন গিয়েছে তাঁর জীবনে। পড়াশোনার ব্যাপারে বড্ড করাকরি ওখানে। প্রায় প্রতিদিনই ভোর সাড়ে চারটায় উঠে লাইব্রেরী ছুটতে হতো তাঁকে। হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার তাগিদে নানা কড়াকড়ির মধ্যে দিয়ে দিন কেটেছে। অবশ্য শেষমেষ সব ছেড়ে ছুড়ে নিজের স্বপ্নপূরণের উদ্দেশ্যে বলিউডে পা দেন করিনা কাপুর খান। আর বাকিটা ইতিহাস।
তবে অভিনেত্রীর হার্ভার্ড গিয়ে পড়ার বিষয়টিতে বেজায় খুশি হয়েছিলেন কাপুর পরিবার। প্রথমে মা এবং দিদি করিশ্মা কাপুর না করলেও, পরে তাঁরাও বেজায় খুশি হন অভিনেত্রীর হার্ভার্ড যাওয়াতে। এর থেকেই বোঝা যাচ্ছে পড়াশোনায় কতটা ভালো ছিলেন ‘বেবো’। তবে শেষে অভিনয় জগতে চলে এলেও এটা সকলের কাছেই একটা স্বপ্নের মত। এদিন আবার স্ত্রীর জন্মদিনে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সইফ আলি খান। পাশাপাশি তাঁর পোস্টে সকলেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন করিনা কাপুর খানকে।
View this post on Instagram