বিনোদন

অনাবৃত বক্ষযুগল, খোলা চুল, ক্যাটের বোল্ড ছবিতে নিজেকে সামলাতে পারলেন না হৃত্বিকও

নিজের ভোল বদলালেন ক্যাটরিনা, একেবারে বোল্ড লুকে ধরা দিলেন সকলের সামনে। তাঁর এই লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খানিকটা অগোছালো হয়েই নিজেকে সকলের সামনে মেলে ধরলেন ক্যাট। তাঁর এই বোল্ড অবতার দেখে নিজেকে সামলাতে পারলেন না হৃত্বিকও।

বরাবরই খবরের শিরোনামে থাকেন ক্যাটরিনা। ক্যাটের প্রেম থেকে বিচ্ছেদ, সবেতেই বেশ ইন্টারেস্ট নেটিজেনদের। তবে সম্প্রতি একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন ক্যাটরিনা। মুহূর্তেই নিজেকে পালটে ফেলেছেন তিনি। কেটে ফেলেছেন কোমর পর্যন্ত লম্বা চুল। তাঁর হালকা ওয়েভি চুলে মুগ্ধ নেটিজেনরা।

আরও পড়ুন- সমকামিতার তকমা ঘুচল, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গতনয়া মৌনি রায়

এই ভিডিওতে ক্যাটকে দেখা গিয়েছে নীল রঙের ফিনফিনে টিউব টপ ও জিন্সের শর্টসে। তাঁর এই বোল্ড লুকে ঘায়েল সমস্ত নেটবাসী। তাঁর এই বোল্ড লুক দেখে নিজেকে সামলাতে পারেননি হৃত্বিকও। তাঁর এই রূপের তাড়নায় মুগ্ধ হয়েছে কমেন্ট করেছেন তিনিও।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

আরও পড়ুন- যুবকের গানে মুগ্ধ হয়ে তাঁকে সোনার চেন উপহার দিলেন বাপি লাহিড়ী, ভাইরাল সেই ভিডিও

২০১১ সালে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ২০১৪ সালে ‘ব্যাং ব্যাং’ ছবিতে হৃত্বিকের সঙ্গে বক্স অফিস কাঁপিয়েছিলেন ক্যাট। ক্যাটের এই নতুন লুক যে তাঁর নতুন ছবির জন্য এও সকলকে জানান অভিনেত্রী। বলে রাখি, আগামী ৩০শে এপ্রিল মুক্তি পাচ্ছে ‘সূর্যবংশী’। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাঁকে। প্রায় ১০ বছর পর অক্ষয়ের সঙ্গে পর্দায় ফিরছেন ক্যাট।

Back to top button
%d