BIG NEWS: ইনিই পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী? নরেন্দ্র মোদীর গলায় স্পষ্ট ইঙ্গিত!

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এবার প্রভূত প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। আর তারপরেই জমছে জল্পনা। তবে কি দিলীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী করা হবে এই রাজ্যে যদি বিজেপি জেতে?
আরও পড়ুন – একাধিক ওপিনিয়ন পোল বলছে পশ্চিমবঙ্গে ফের সরকার গড়বে তৃণমূল! তবে কেনও ভয় পাচ্ছে শাসককুল?
আজ শনিবার খড়গপুরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন যে আমি গর্বিত আমাদের কাছে দিলীপ ঘোষের মতো নেতা আছে। তাকে খুনের চক্রান্ত করা হয়েছে তবু দিদির হুমকির সামনে মাথা নত করেননি।
আরও পড়ুন – ভারতের প্রতিটি ব্লকে এবার গৈরিক পতাকা ‘ভাগ্য ধ্বজ’ উড়বে! দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের
আর দিলীপ ঘোষের জন্য এই প্রশংসাবাণীই সকলের মনে প্রশ্ন জাগিয়েছে যে বিজেপি যদি আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসে বাংলায় তবে নবান্নে হয়তো মুখ্যমন্ত্রীর চেয়ারে তাকেই বসানো হবে।