বিনোদন

সমকামিতার তকমা ঘুচল, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গতনয়া মৌনি রায়

অবশেষে তাঁর সমকামিতার তকমা ঘুচতে চলেছে। মৌনি রায় ও মন্দিরা বেদির সম্পর্ক নিয়ে অনেকেই অনেক কথা বলেন। দুজনের ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য দেখেও অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তারা কী লেসবিয়ান? তবে সেই প্রশ্নের মোক্ষম জবাব দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনি।

বাঙালি হলেও বরাবরই বেশ সাহসী পোশাক বা ফটোশুটে দেখা যা মৌনিকে। বলিউডেও বেশ নাম করেছেন তিনি। এবার যেতে চলেছেন ছাদনাতলায়। জানা গিয়েছে, দুবাইয়ের বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ার সঙ্গেই বিয়ে হবে তাঁর। ইতিমধ্যেই হয়ে গিয়েছে পাকা কথাও। সম্প্রতি, মৌনির মা ও ভাই নাম্বিয়ার পরিবারের সঙ্গে পাকা কথা সেরে ফেলেছেন। অভিনেত্রী মন্দিরা বেদির বাড়িতেই নাকি তাদের বিয়ের পাকা কথা হয়েছে। আর মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেইকথা।

সমকামিতার তকমা ঘুচল, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গতনয়া মৌনি রায় 2

 

আরও পড়ুন- প্রেম থেকে শুরু করে রাজনৈতিক জীবন, মিমি চক্রবর্তীর জীবনের গোপন কিছু তথ্য

আরও জানা গিয়েছে যে, মন্দিরা বেদিই নাকি এই বিয়ের ঘটকালি করেছেন। মন্দিরার পার্টিতেই সূরজের সঙ্গে আলাপ হয় মৌনির। সেখান থেকেই বন্ধুত্ব। এরপর আসতে আসতে জল গড়ায় বিয়ে পর্যন্ত।

আরও পড়ুন- যুবকের গানে মুগ্ধ হয়ে তাঁকে সোনার চেন উপহার দিলেন বাপি লাহিড়ী, ভাইরাল সেই ভিডিও

সমকামিতার তকমা ঘুচল, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গতনয়া মৌনি রায় 3

মৌনি রায় ও মন্দিরা বেদির সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন উঠেছে বারবার। তাদের ভালো বন্ধুত্বকে লেসবিয়ানের তকমাও দেওয়া হয়েছে। তবে এবার সেই তকমা ঘুচতে চলেছে মৌনির। তবে বিয়ের পর মৌনি দুবাই পাড়ি দিচ্ছেন কি না, তা এখনও জানা যায়নি।

Back to top button
%d bloggers like this: