বিনোদন

এও কী সম্ভব! জন্মের পরই আল্লু অর্জুনের ‘পুষ্পা’ খ্যাত সিগনেচার স্টেপ করল সদ্যোজাত, মুহূর্তে ভাইরাল ভিডিও

সম্প্রতি প্রেক্ষাগৃহ থেকে ‘পুষ্পা’ বিদায় নিয়েছে বটে, কিন্তু সেই ছবিকে ক্রেজ কিন্তু এখনও কমেনি। এখনও দর্শকদের মনে বহাল তবিয়তে রাজত্ব করে চলেছেন অল্লু অর্জুন। বিনোদন দুনিয়া থেকে শুরু করে, ক্রীড়া জগত, রাজনৈতিক মহলেও অল্লু অর্জুনের ‘পুষ্পা’ ক্রেজ ঢুকে পড়েছে।

নানান ভাষা, সংস্কৃতি পেরিয়ে বিদেশেও পাড়ি দিয়েছে ‘পুষ্পা’। অল্লু অর্জুনের জাদুতে মজেছে সকলে। হিন্দি তো বটেই, এই ছবির আসল তেলেগু ভার্সনটিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ছবির গল্প থেকে গান, অভিনয় সবই দর্শকদের যেন মুগ্ধ করেছে।

শ্রীভাল্লি, সামি সামি, উ অন্তভা সব গানই এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সব কটা গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এমনকি, প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও শ্রীভাল্লি গানে পা মিলিয়ে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন।

পুষ্পা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাতামাতির অন্ত নি। সকলেই যেন মেতেছেন এই ছবির গানে রিল ভিডিও বানাতে। এবার এরই মধ্যে উঠে এল আরও এক ভিডিও যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। এক সদ্যোজাত শিশুকে দেখা গেল অল্লু অর্জুনের পুষ্পা খ্যাত সিগনেচার স্টেপ নকল করতে।

সোশ্যাল মিডিয়ার এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক সদ্যোজাতকে মুড়ে রাখা হয়েছে এক সদ্যোজাতকে। এখনও চোখও ফোটে নি তার ঠিকমতো। এই অবস্থাতেই সে থুতনির নীচে হাত ঘষে পুষ্পা স্টাইল নকল করছে। এই ভিডিওর সঙ্গে পুষ্পা জনপ্রিয় সংলাপ ‘ম্যায় ঝুঁকেগা নেহি’ জুড়ে দেওয়া হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by GiDDa CoMpAnY (@giedde)

মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। সদ্যোজাত নিজের অজান্তেই থুতনির নীচে হাত ঘষেছে, কিন্তু সঠিক সময়ে এই ভিডিওটি তুলে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে, তা নিমেষে ভাইরাল হয়েছে। নেটিজেনরা বেশ মজার মজার কমেন্টও করেছেন এই ভিডিওতে।

Back to top button
%d bloggers like this: