বিনোদন

আর দেখা যাবে না খড়িকে, কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবে সে! গাঁটছড়ায় আসছে নতুন চমক

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘গাঁটছড়া’। এই মুহূর্তে স্টার জলসায় যেকটি ধারাবাহিক রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো এটি। যেটির মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জিকে। এছাড়াও এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী এবং অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী ও রিয়াজ লস্কর।

এই ধারাবাহিকের জনপ্রিয়তার প্রধান কারণ হলো খড়িদ্ধী জুটি অর্থাৎ গৌরব সোলাঙ্কির জুটিকে দর্শকরা একসঙ্গে দেখতে অত্যন্ত পছন্দ করে টিভির পর্দায়। তবে বেশ কিছুদিন ধরে জল্পনা খুব তাড়াতাড়ি ভেঙে যেতে চলেছে এই জুটি। কিছুদিন আগে অবশ্য জল্পনা উঠেছিল যে ধারাবাহিকটি এবার শেষ হয়ে যাবে। কিন্তু বর্তমানে জল্পনা রয়েছে শেষ নয় বরং অনেক বছরের একটি টাইম লিপ আসতে চলেছে গল্পে।

আবার অনেকে মনে করছেন এই ধারাবাহিকে পরবর্তী প্রজন্মকে দেখানো হবে এবং সেখানে নায়ক নায়িকার চরিত্রে থাকবে অভিনেত্রী ইন্দ্রানী পাল এবং অভিনেতা ওম সাহানি। তবে এখন পুরোটাই জল্পনা ধারাবাহিক কর্তৃপক্ষ বা চ্যানেল কর্তৃপক্ষ কারোর তরফ থেকেই এই বিষয়ে কোনো রকম খবর প্রকাশ করা হয়নি।

তবে কিছুদিন আগে জল্পনা উঠেছিল যে অভিনেত্রী সোনাক্ষী রায়ের গাঁটছড়ায় অভিনয় প্রায় শেষের দিকে। তবে এবার সেটাকেই একপ্রকার শিলমোহর দিলেন অভিনেত্রী। আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টোরি দিয়ে নিজেই জানালেন যে কিছু কিছু জায়গা থেকে মুভ অন করতে হয়। আর তারপরেই সকলে মনে করছে গাঁটছড়ায় তার অভিনয় শেষ হলো।

কিন্তু কিভাবে শেষ করে দেওয়া হবে তার চরিত্রটি কে? সেই নিয়ে নানা রকম কথা ও ঘুরছে টেলিপাড়াতে। কিছুদিন আগে অনেকে মনে করছিলেন যে শুধু খড়ি নয় বরং ঋদ্ধি ও তার সঙ্গে গাঁটছড়া ছাড়বে। কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে গল্পে দেখানো হবে নিজের কন্যা সন্তানকে জন্ম দিতে গিয়ে খড়ি মারা যাবে আর হয়তো ঋদ্ধিকে পরবর্তী দিনে বয়স্ক দেখানো হবে। তবে পুরোটাই জল্পনা পরবর্তী দিনে কী হতে চলেছে তা জানতে হলে দেখতে হবে গাঁটছড়া ধারাবাহিকটি।

Back to top button
%d bloggers like this: