বিনোদন

মুকুটের সমস্ত সত্যি সামনে চলে এলো রায়ানের, তবে কি এবার মুকুটকে ভুল বুঝবে রায়ান?

নারী যেমন গৌরীর রূপ, তেমনই আবার চণ্ডীর অবতার। এই বার্তা নিয়েই আসছে নতুন ধারাবাহিক ‘মুকুট’ (Mukut)। নাম ভূমিকায় ‘মাধবীলতা’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। আর এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় ফিরছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। এর আগে ‘খেলাঘর’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেতাকে।

‘মুকুট’ এমন এক মেয়ের গল্প যাকে তার বাবা, একজন প্রতিমাশিল্পী বড় করেছে। দুর্গা প্রতিমা তৈরিতে পারদর্শী তিনি। দুর্গা প্রতিমা। মুকুট ভাবে, কেন মা দুর্গা অস্ত্রে সজ্জিত হবেন?তা মতে একজন মা অস্ত্র, রক্তপাত এবং সহিংসতা দিয়ে নয়, ভালোবাসা এবং উষ্ণতার মাধ্যমে সমস্ত বাধা অতিক্রম করে। মুকুট রায়ানকে বিয়ে করে, যে সামাজিক ন্যায়বিচারের একজন উৎসাহী উকিল এবং নারী পাচারের বিরুদ্ধে লড়াই করে।

মুকুট এর একটি দ্বৈত সত্তা বর্তমান। সে সবার সামনে ভোলা ভালো নরম মনের মেয়ে আর অন্যদিকে সে দেবী দুর্গার মতন শাস্তি দেয় দোষীদের। তার দুটি রূপ একে অপরের বিপরীত। এখান থেকে গল্পে আসে এক আকর্ষণীয় মোড়। মুকুটের আত্ম-বাস্তবতার জার্নি শুরু হয়।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রমো প্রকাশ পায়। যা দেখে মন্ত্রমুগ্ধ দর্শক। মুকুট ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। যা এই প্রমো দেখলেই বোঝা যায়। এখানে দেখানো হয়, মা কালীর মুকুট পড়ে মুকুট ধারাবাহিকের নায়িকা লড়াই করছে এক গুন্ডার সাথে। সে গুণ্ডাটির হাতে রয়েছে খারা। সেই খারাপ আঘাতে নায়িকার মুকুট খুলে গেলে সে বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় সেই গুন্ডার বুকে। আর এই সমস্ত বিষয়টি দেখে ফেলে রায়ান। তবে কি মুকুটের আস চেহারা সামনে এসে গেল রায়ানের। কোন সত্যি উদঘাটন হবে এরপর? এখন সেটাই দেখার বিষয়।

একেবারে অন্যরকমের এক প্রমো পেয়ে মারাত্মক খুশি দর্শক। কয়েকদিনের মধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে এই ধারাবাহিক। আশা করছেন হয়তো অনুরাগের ছোঁয়াকে টেক্কা দিতে পারবেন। মুকুট ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের অসাধারণ অভিনয় রোজ রোজ মুগ্ধ করছে দর্শকদের। সম্প্রতি এই নতুন চমক হয়তো টিআরপিতে আরো কিছু সিঁড়ি এগিয়ে দেবে এই ধারাবাহিককে।

Back to top button
%d bloggers like this: