খারাপ সময় কাটছেই না রূপঙ্করের! বাধ্য হয়ে ছুটলেন জ্যোতিষীর কাছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’, বলছেন নেটিজেনরা

শনির দশা পিছু ছাড়ছে না বাঙালি গায়ক রূপঙ্কর বাগচীর। গত ৩১ মে থেকে খারাপ সময় চলছে এই তারকার। প্রয়াত গায়ক কেকেকে নিয়ে এক মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রে পরিণত হন রূপঙ্কর। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আক্রমণের মুখে পড়ছেন তিনি।
নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শেষমেষ প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন রূপঙ্কর। কিন্তু তাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁর কীর্তি ভুলে যায়নি। উপরন্তু বেশ কিছুদিন ধরে ভাইরাল হয়ে চলেছে গায়কের নানা পুরনো ভিডিও। তিনি যেটাই করতে যাচ্ছেন সেখানেই একটা না একটা বাধা আসছে এবং সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।
নতুন সিদ্ধান্ত নিলেন রূপঙ্কর বাগচী। শেষমেষ তিনি সমাধান পেতে ছুটলেন জ্যোতিষীর কাছে। জানা যাচ্ছে খ্যাতনামা জ্যোতিষী ড. রোহিণী শাস্ত্রীর শো “নক্ষত্রের খোঁজে”তে দেখা গেলো এই শিল্পীকে। গোটা দেশজুড়ে বেশ বিখ্যাত রোহিণী শাস্ত্রী। ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে সেই অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র।
রোহিণী শাস্ত্রীর আছে তারকাদের ভিড় সব সময় দেখতে পাওয়া যায়। বহু তারকা সেখানে গিয়েছেন নিজেদের ভাগ্য বদলাতে। সেই তালিকায় আছেন বেশ কিছু বাঙালি তারকা যেমন কুমার শানু আবার অভিনেতা শক্তি কপূর, করিশমা কপূর প্রমুখ। এবার কি তাঁদের সঙ্গে নাম লেখালেন রূপঙ্কর বাগচী?
১২ জুন থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার অভিনেতা-অভিনেত্রীরা থাকেন অনুষ্ঠানে। তারকার নিজেদের জীবনের নানা উত্থান-পতন নিয়ে আলোচনা করেন এই অনুষ্ঠানে। অন্যদিকে জ্যোতিষী ব্যাখ্যা করেন সাফল্য ও ব্যর্থতায় নক্ষত্রদের কতটা প্রভাব রয়েছে।