পোশাকের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা, খোলামেলা পোশাক পরে নেটিজেনদের রোষের মুখে সোহিনী

তিনি যে খুব একটা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় তা নয়। তবে নিজের জীবনের নানান দিক, নানান ঘটনা প্রায়শই নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। তাঁর হাসি ও অসাধারণ অভিনয়ে মুগ্ধ তাঁর দর্শককূল। কিন্তু তা সত্ত্বেও তাঁর দিকে ধেয়ে এল একরাশ ক্ষোভ ও নিন্দা।
এমনিতে সোহিনীকে বড় পর্দায় সকলেই বাঙালি সাজেই দেখে অভ্যস্ত। সবসময়ই শাড়ি পরা বা খুব সাধারণ পোশাক পরা চরিত্রেই তিনি বরাবর অভিনয় করে এসেছেন। তবে এবার অভিনেত্রীকে ওয়েস্টার্ন পোশাকে দেখেই মাথা ঘুরে গিয়েছে দর্শকের।
আরও পড়ুন- শ্রীময়ীর দায়িত্ব নিতে হবে রোহিতকে, মৃত্যুশয্যায় শুয়ে কাতর মিনতি অনিন্দ্যর
সম্প্রতি, একদম খোলামেলা পোশাকে সামনে আসেন সোহিনী। আর সেই দেখেই তাঁর দিকে উঠেছে আঙুল। নিজের প্রিয় রং কালো রঙের একটি ওয়েস্টার্ন পোশাক পরে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সোহিনী। স্লিট সেই ড্রেসের ডিপ নেকের ফাঁক দিয়ে স্পষ্ট দৃশ্যমান ছিল তাঁর বক্ষ বিভাজিকা। সেই দেখেই নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা।
View this post on Instagram
অনেকেই তাঁর ছবিতে মন্তব্য করেছেন, “আপনার কাছ থেকে এই ধরণের ছবি আশা করিনি”। আবার কেউ লিখেছেন, “আপনাকে বাঙালি সাজেই মানায়”। আবার অনেকের মন্তব্য, “তুমি দিন দিন অত্যাধুনিক হয়ে যাচ্ছ, যা তোমার সঙ্গে যায় না”।
তবে এতকিছু শুনে ছেড়ে দেওয়ার পাত্রী সোহিনীও নন। তিনিও পাল্টা জবাব দিয়েছেন এই ট্রোলিং-এর, তবে তা মিষ্টিভাবে। এই ছবি পোস্ট করার পর অভিনেত্রী আরও একটি ছবি পোস্ট করেন যার ক্যাপশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
View this post on Instagram
সামনে হাত দিয়ে আটকানোর পোজে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিলেন, “হাসি মুখে শুধু না বলুন”। ব্যস, এটুকুই। এই কথার মাধ্যমেই তিনি তাঁর ট্রোলারদের জবাব দিয়ে দিয়েছেন।