স্মরণে সুশান্ত! অভিনেতার এক বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুদের সঙ্গে ফিরে দেখা কিছু মুহূর্ত

আজ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পূর্ণ হল। গত বছর ১৪ই জুন তারিখেই সুশান্তকে তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে তাঁর মৃত্যুরহস্যের কিনারা আজও হয়নি। মৃত্যুর এক বছর পরও তাঁকে ভুলতে পারেনি তাঁর ভক্তকূল। প্রায় প্রতিদিনই সুশান্তকে নিয়ে কোনও না কোনও লেখা আজও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তিনি আজও তাঁর অনুরাগীদের মনে ততটাই জায়গা দখল করে রয়েছেন।
আজ অভিনেতার এক বছরের মৃত্যুবার্ষিকীতে দেখে নেব তাঁর বন্ধুদের সঙ্গে অদেখা কিছু মুহূর্তঃ
এই ছবি থেকেই বোঝা যায় সুশান্ত সিং রাজপুত, অঙ্কিতা লোখান্ডে ও অভিনেত্রী মৌনি রায়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। একাধিকবার একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে তাদের।
মহেশ শেট্টি সুশান্তের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন। মহেশ প্রায়শই সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একবার তিনি ক্যাপশন দেন, “অনেক দূরে যেখানে তুমি ঘুমিয়ে রয়েছ, ব্ল্যাক হোলের কাছাকাছি যেখানে তুমি আলো পৌঁছনোর গতিতে পৌঁছে গেছ। তোমাকে শুধু একটাই কথা বলতে চাই যে আমি তোমাকে খুব মিস করি। আর কখনও এই দিনগুলো ফিরে আসবে না আমাদের আবার দেখা না হওয়া পর্যন্ত”।
অভিনেত্রী আরতি সিং সুশান্তের সঙ্গে তাঁর কিছু ছবি শেয়ার করে লেখেন, “কোনও ভাষা নেই, কেন এরকম সুশান্ত? এটা ঠিক কাজ হল না। আমরা সবাই তোমাকে খুব মিস করি। তুমি সবসময় ভালোবাসা দিয়ে এসেছ। আমাদের তোমাকে আরও বেশি দরকার ছিল”।
অভিনেতা-সঞ্চালক জয় ভানুশালীর সঙ্গে সুশান্তের কাটানো কিছু মুহূর্ত।
অভিনেত্রী রেশমি দেশাই সুশান্তের খুব ভালো বন্ধু ছিলেন। তাদের দুজনের বন্ধুত্ব খুব ভালো ছিল। সুশান্তের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে রেশমি লেখেন, “সুশ, এটা ঠিক হল না। প্রচণ্ড প্রতিভাবান, কর্মঠ, অসাধারণ মানুষ ছিল সুশান্ত। এটা একটা ব্যক্তিগত হারানো”।
করণ সিং বোহরা ও করণ সিং গ্রোভারের সঙ্গে সুশান্তের ছবি।
কাম্যয়া পাঞ্জাবী সুশান্ত ও প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বন্ধু ছিলেন। এই দুই প্রয়াত তারকার সঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবি মাঝেমধ্যেই শেয়ার করেন তিনি।
টেলি ইন্ডাস্ট্রির আরও কিছু বন্ধুদের সঙ্গে কাটানো সুশান্তের কিছু মুহূর্ত। এর মধ্যে রয়েছেন অঙ্কিতা লোখান্ডের বাগদত্তা ভিকিও।