‘পাঁচ বছরে আমার মধ্যে কোনও পরিবর্তন আসেনি, তবে বিয়ে পর্বটা ভুলতে চাই,’ অকপটে সোনামণি সাহা

বিবাহবিচ্ছেদ নিয়ে কোনও কথা বলতে চান না। এই নিয়ে প্রশ্ন করলে একরকম বিরক্তই হন তিনি। তবে ট্রোলড হতে খুব ভালো লাগে। এমনকি, নিজের সম্বন্ধে নানান মিম জমিয়েও রেখেছেন ‘মোহর’ ধারাবাহিকের মুখ্য চরিত্র সোনামণি সাহা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনামণিকে জিজ্ঞাসা করা হয় যে, প্রতীক সেনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কী তাঁর বিবাহ বিচ্ছেদ? সেই উত্তরে অভিনেত্রী বলেন যে প্রতীক তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু। ওঁর থেকে তিনি অনেক কিছু শিখেছেন, তবে এর বেশি কিছু নয়।
২০১৫ সালে সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয় সোনামণির। কিন্তু সেই বিয়ে টেকেনি। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তাঁর কথায়, “এই বিষয়ে কথা বলতে চাই না। ব্যক্তিগত জীবন দূরে রাখতে চাই। ওই পর্ব ভুলতে চাই”। তিনি বলেন যে সমস্যা তৈরি হয়েছিল বলেই তিনি সরে এসেছেন। কিন্তু এর জন্য মানুষের প্রতি বিশ্বাস মোটেই হারাননি তিনি।
আরও পড়ুন- সাত মাসের সাধভক্ষণ মধুবনীর, শাশুড়ি মা-র উদ্দেশ্যে কী বললেন অভিনেত্রী?
ট্রোলিং সম্পর্কে অভিনেত্রী বলেন যে তিনি মোটেই ট্রোলিংয়ে ভয় পান না। বরং তাঁর খুব মজা লাগে তাঁকে ও প্রতীককে নিয়ে মানুষের উৎসাহ দেখে। নিজের সম্বন্ধের নানা মিম সংগ্রহ করেও রাখেন সোনামণি। অবসর সময়ে একা থাকতেই ভালবাসেন অভিনেত্রী। সময় পেলে শিলং-এ রোড ট্রিপে যাওয়ার ইচ্ছা আছে তাঁর।
১৭ বছর বয়সে মালদা থেকে মা-বাবার অমতেই কলকাতায় চলে আসেন সোনামণি। তাঁর হাইট ভালো থাকায় পেয়ে যান মডেলিং-এ সুযোগ। সাফল্যও আসে। এরপরই পান ‘দেবী চৌধুরানী’-তে অভিনয়ের প্রস্তাব। সোনামণির কথায়, দেবী চৌধুরানী চরিত্রে অভিনয়ের কথা শুনে একটু ভয় পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন- টলি পাড়ায় লেগেছে বসন্তের হাওয়া, কোন তারকা কার সঙ্গে প্রেম করছে, দেখে নিন
গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত থাকলেও পার্টি করতে মোটেই ভালবাসেন না সোনামণি। তবে ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনও বিরূপ অভিজ্ঞতা ঘটেনি, এও জানান অভিনেত্রী। প্রেম-বিয়েতে ধাক্কা খেয়েও কিন্তু ভরসা হারাননি সোনামণি। বরং তিনি এমন একজনের সন্ধানে রয়েছেন, যে তাঁকে খুব ভালবাসবে, তাঁকে বুঝবে, তাঁর অতীতের গ্লানি মুছে দেবে। বড় পর্দাতেও তাঁর কাজ করার ইচ্ছে রয়েছে বলেই জানান সোনামণি।