বিনোদন

সাত মাসের সাধভক্ষণ মধুবনীর, শাশুড়ি মা-র উদ্দেশ্যে কী বললেন অভিনেত্রী?

টেলিভিশনের পর্দায় মধুবনী তোড়া নামেই বেশি পরিচিত। সেই ভালোবাসা ডট কম থেকেই সকলের মন জয় করে আসছেন তিনি। তাঁর সরলতা ও মিষ্টতা বারবার মন ছুঁয়েছে দর্শকের। সেই ধারাবাহিকেই তিনি খুঁজে পান তাঁর মনের মানুষ, রাজা গোস্বামীকে যিনি অবশ্য ওম নামেই বেশি পরিচিত। ওম-তোড়ার প্রেমকাহিনীতে একসময় মশগুল ছিল দর্শক। তাদের সেই রসায়ন তাদের রিয়েল লাইফেও কাজ করেছে। দীর্ঘদিন প্রেমের পর তাদের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।

গত বছরের ৫ই নভেম্বর রাজা ও মধুবনী সোশ্যাল মিডিয়াতে তাদের মা-বাবা হওয়ার কথা জানান। সেই থেকেই মধুবনী নিজের অন্তঃসত্ত্বাকালীন অবস্থার নানা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। এই সময় যে তিনি খাওয়া ও ঘুম ছাড়া আর কিছুই করছেন না, এও বারবার জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন- পরনে ফিনফিনে পাতলা শাড়ি, উন্মুক্ত কোমর, ও মনকাড়া হাসিতে নেট দুনিয়ায় উত্তাপ ছড়ালেন জবা

অন্তঃসত্ত্বা, তাই কোনওরকমের কোনও ডায়েট নয়। বরং সঠিকভাবে ভরপেট খেতে হবে এখন। সম্প্রতি, মধুবনী সোশ্যাল মিডিয়ায় নিজের সাত মাসের সাধভক্ষণের ছবি শেয়ার করেন। সেখানে দেখা গিয়েছে, তাঁর সামনে রাখা টেবিল ভর্তি খাবার। নানা রকমের ভাজাভুজি থেকে শুরু করে, মিষ্টি, লুচি, কিছুই বাদ যায় নি।

এই ছবি শেয়ার করে মধুবনী লেখেন, “আমার সাত মাসের সাধভক্ষণের ছবি। আমার একমাত্র সাপোর্ট সিস্টেম, আমার শাশুড়ি মা-র সঙ্গে, তাঁকে আমি ভালোবেসে মামনি বলে ডাকি। ভাজাভুজিগুলো দারুন খেতে ছিল। আরও বেশি হলে ভালো হত”। তিনি এও জানান যে এই ছবি গুলো পুরনো অর্থাৎ বেশ কিছুদিন আগেই তাঁর সাত মাসের সাধভক্ষণের অনুষ্ঠান হয়েছে।

আরও পড়ুন- হামাগুড়ি দিচ্ছে, হাঁটার চেষ্টা করছে ইউভান, মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন দিদি

প্রসঙ্গত, মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গ হাতে নিয়েও একটি ছবি পোস্ট করেন মধুবনী। সেখানে তিনি লেখেন যে আগের বছর শিবরাত্রির উপোস করেছিলেন, তাই সেই উপোসের ফল ভগবান তাঁকে দিয়েছে। এও জানান যে, এই বছরে উপোস করতে পারলেন না তিনি, তবে পরের বছর অবশ্যই নিষ্ঠা ভরে শিবরাত্রি পালন করবেন মধুবনী।

Back to top button
%d bloggers like this: