বিনোদন
দেখতে দেখতে ১৩ বছর,কুণাল মিত্র হীন টলিউড, ‘আমি মরলে আমাকেও লোকে ভুলে যাবে’, আফশোস করছেন শ্রীলেখা মিত্র!

কুণাল মিত্র কে চেনেন না এরকম বাঙালি বিশেষত যারা মধ্যবয়স্ক তারা খুব কমই আছেন। আজ থেকে সতেরো আঠারো বছর আগে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কুণাল মিত্র দাপটের সঙ্গে অভিনয় করতেন। তবে আজ থেকে 13 বছর আগে মাত্র 43 বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার অকাল মৃত্যু ঘটে। সেই সময় শোকে ভেঙে পড়েছিল টলিউড তবে এখন আর কুণাল মিত্র কে কেউ মনে রাখেনি।তাই রীতিমতো আফসোস হয় শ্রীলেখা মিত্রের, তিনি মনে করছেন যে তিনি মারা গেলেও হয়তো তাকেও কেউ মনে রাখবে না।
একটি বেসরকারি সংবাদমাধ্যমের কুণাল মিত্রের উদ্দেশ্যে স্মৃতিচারণা করেছেন শ্রীলেখা। 2003 সালে প্রতিবিম্ব সিরিয়ালে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন কুণাল এবং শ্রীলেখা। সেই সময়ে সকলেই ভাবতে শুরু করে দিয়েছিলেন তারা বোধহয় সত্যিই স্বামী-স্ত্রী, আবার তাদের পদবিও এক ছিল। সেই শুটিং এর বিভিন্ন গল্প বলে উঠলেন শ্রীলেখা। তার লেখনীতে উজ্জ্বল হয়ে উঠল কুণাল মিত্রের স্মৃতি।
‘তখন ইন্ডাস্ট্রি একটা পরিবার ছিল। সবাই সবার পাশে। সবাই সবার দুঃখে কাঁদছে। বিপদে ঝাঁপিয়ে পড়ছে। বৃষ্টির দিনে হুজুগে মেতে খিচুড়ি-ইলিশ মাছ ভাজা রান্না হয়ে গেল। এ ওকে অভিনয় নিয়ে পরামর্শ দিচ্ছে। একই ভাবে আমরা সবাই সবাইকে আগলাতামও। কুণালই যেমন। ভাল-মন্দ যা দেখত বা বুঝত, মুখের উপরে বলে দিত। আবার শ্যুটের ফাঁকে বসে আড্ডাও দিত।’ এরকমটাই লিখেছেন শ্রীলেখা,আবার বলছেন যে অত্যন্ত সুপুরুষ থাকা সত্ত্বেও সেটে কিন্তু কুণাল মিত্রের জন্য কোনদিনও অনুরাগিনীদের ভিড় জমে নি।
তবে তার আরেকটা অভিযোগ টলিউড মনে রাখল না এই প্রতিভাবান অভিনেতা কে। শুধুমাত্র জয় জিৎ চট্টোপাধ্যায় এবং ভাস্বর চট্টোপাধ্যায় কুণাল মিত্রের ছবি দিয়ে পোস্ট করেছিলেন। তাই শ্রীলেখার স্পষ্ট বক্তব্য,’আজ যাঁরা আমায় কাজ দেন না, কাজের কথা বলে বাদ দিয়ে দেন, জানানোর প্রয়োজনও বোধ করেন না, কাল আমি মরলে হয়তো তাঁরাই চোখ মুছে বলবেন, শ্রীলেখা মিত্রকে কেউ ঠিকমতো ব্যবহারই করতে পারল না। আমি নিশ্চিত, কাল আমি মরলে পরশু দিনই সবাই ভুলে যাবে শ্রীলেখা মিত্রকে।’