বিনোদন

অ্যাবস-বাইসেপে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ঘুম কাড়ছেন শ্রীময়ীর ‘রোহিতদা’! দেখুন ছবি

সকলে শ্রীময়ীর প্রশংসায় পঞ্চমুখ এবং জুন আন্টিকে মেরে ফেলতে চাইলেও এখন কিন্তু ওই ধারাবাহিকের একজনকে মনেপ্রাণে পছন্দ করছেন মহিলারা। কে বলুন তো? ঠিকই আন্দাজ করছেন। রোহিত সেন, শ্রীময়ীর রোহিতদা এখন বাঙালি মহিলাদের নতুন হার্টথ্রব। তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শুরু হওয়া এই সিরিয়াল প্রথম থেকে জনপ্রিয়তা লাভ করেছিল এর গল্পের জন্য। ক্ষণে ক্ষণে এই সিরিয়ালে টুইস্ট আসে সেই জন্য দর্শকরা শ্রীময়ী কে অত্যন্ত পছন্দ করেন। জুন আন্টির খলনায়িকা চরিত্রটি এতটাই প্রিয় যে অনেক সময় কাউকে খারাপ কথা বলতে গেলেও জুন আন্টির সঙ্গে তুলনা করা হয় এখন।

তবে সবাইকে ছাপিয়ে বর্তমানে কিন্তু এখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন রোহিত সেন অর্থাৎ টোটা রায়চৌধুরী। এ ধারাবাহিকে নতুন প্রজন্মের অভিনেতা সপ্তর্ষি মৌলিক রয়েছেন, তিনি শ্রীময়ীর ছেলে ডিংকার চরিত্রে অভিনয় করছেন। রয়েছেন রোহিত সামন্ত যিনি শ্রীময়ীর বড় ছেলের চরিত্রে অভিনয় করছেন।কিন্তু তাদেরকে ছাপিয়েও মহিলাদের নয়নের মণি হয়ে উঠেছেন টোটা রায়চৌধুরী।

টলিউডের দীর্ঘদিন ধরেই কাজ করছেন টোটা রায়চৌধুরী। অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের ছবিতেও। বড় পর্দায় এখনো সেই ভাবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারলেও ছোটপর্দায় কিন্তু তার জনপ্রিয়তা তুখোড়। বর্তমানে রোহিত সেন চরিত্রটি তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে।তাকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ইয়ং মেয়েরা পাগলের মত ফলো করেন। সেখানেও তিনি একের পর এক বলিষ্ঠ ছবি পোস্ট করেন। সম্প্রতি নিজের ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করেছেন যা দেখে মেয়েরা পাগল হয়ে গিয়েছে।

সেই ছবিতে নিজের চিজেলড চেস্ট, রিপড অ্যাবস, বিগ বাইসেপসের ঝলক দেখিয়েছেন টোটা। যা দেখে এখন মেয়েদের রাতের ঘুম উড়েছে তার প্রমাণ কমেন্ট বক্স। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার ফলোয়ার্স সংখ্যা। দেখুন শ্রীময়ী রোহিতদার সেই বোল্ড লুকের ছবি…

Back to top button
%d bloggers like this: