ভারতীয় বায়ুসেনায় চাকরির দারুণ সুযোগ, চলছে অগ্নিবীর বায়ু পদে নিয়োগ, দেরি না করে এখনই আবেদন করুন

দারুণ খবর চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় বায়ুসেনায় এবার চাকরির সুযোগ। স্পোর্টস কোটায় এবার নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। অনলাইনে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ১১ সেপ্টেম্বর থেকে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। চাকরির পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৩ অক্টোবর।
কোন কোন পদে নিয়োগ করা হবে
জানা গিয়েছে, হ্যান্ডবল, অ্যাথলেটিক্স, কবাডি, বাস্কেটবল, সাইকেলিং, স্কোয়াশ, সুইমিং, ক্রিকেটস, সাইকেল পোলো, ফুটবল, ওয়েটলিফটিং, ভলিবল, ওয়াটার পোলো, হকি পদে হবে নিয়োগ।
বয়সসীমা
অগ্নিবীর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ বছরের মধ্য়ে হতে হবে।
যোগ্যতা
প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর সহ স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অঙ্ক, পদার্থবিদ্যা এবং ইংরেজি সহ ইন্টারমিডিয়েট/১০+২/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা সরকার স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিক্স/অটোমোবাইল/কম্পিউটার সায়েন্স/ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি/তথ্য প্রযুক্তি)-তে তিন বছরের ডিপ্লোমা কোর্স সফলভাবে শেষ করতে হবে। ডিপ্লোমায় ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর এবং সর্বমোট ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও রয়েছে অন্যান্য যোগ্য়তার মাপকাঠিও। যা বিশদে জানতে দেখতে পারেন মূল বিজ্ঞপ্তি। একইসঙ্গে প্রার্থীদের নির্দিষ্ট শারীরিকযোগ্য়াতার মাপকাঠি পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি
- বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএফটি, স্পোর্টস স্কিল টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে আবেদনকারীদের। পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানার জন্য অবশ্যই ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবাসইটে নজর রাখুন প্রার্থীরা।
- কীভাবে আবেদন করতে হবে
- শুধুমাত্র A4 মাপের কাগজে আবেদনপত্রের প্রিন্টআউট নিতে হবে প্রার্থীদের।
- সঠিক মাপের আবেদনপত্র জমা না দিলে তা বাতিল হয়ে যেতে পারে। আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় নথি, স্বাক্ষর ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ সহ বিজ্ঞাপনের ১৮(এ) অনুচ্ছেদে উল্লেখিত ছবি জুড়ে ফর্ম পূরণ করতে হবে।
- এই সমস্ত নথিগুলি, আবেদনপত্রের সঙ্গে অবশ্যই স্ক্যান করতে হবে।
- একটি একক পিডিএফ ফাইল হিসাবে অফিসিয়াল ই-মেল আইডিrec@iaf.nic.in-তে পাঠাতে হবে।