রাজ্য

নাম না করেই উদয়ন গুহকে ‘ফুটো মস্তান’, ‘গব্বর’ বলে কটাক্ষ নিশীথের, পাল্টা জবাব দিলেন তৃণমূল মন্ত্রীও

দিনহাটাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও তৃণমূল মন্ত্রী উদয়ন গুহর মধ্যে ঘাত-প্রতিঘাত নতুন কোনও ঘটনা নয়। তা মাঝেমধ্যেই দেখা যায়। এবার এই দ্বৈরথে নতুন মাত্রা যোগ হল। এবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীকে ‘ফুটো মস্তান’, গব্বর’ বলে দাগলেন নিশীথ প্রামাণিক। এর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন উদয়ন।

কী বলেছেন নিশীথ?

গতকাল, বৃহস্পতিবার বিজেপির তরফে কোচবিহারের দিনহাটাতে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে থেকেই উদয়ন গুহকে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আপনাদের এখানকার দিনহাটার গব্বর, ফুটো মস্তান। উনি মাঝে মাঝে আমার বাড়ির ওদিকে যান। সমস্ত ব্লক থেকে তাঁর চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন”।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে উদয়ন ও নিশীথের সংঘাত চরমে ওঠে। উদয়ন গুহ দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন যাতে নিশীথকে যে সভা বা কোনও জায়গায় দেখলে যাতে কালো পতাকা দেখানো হয়। এবার সেই নিয়ে পাল্টা জবাব দিয়ে নিশীথ বললেন, “ক্ষমতা থাকলে (কালো পতাকা) দেখিও, জবাব কীভাবে দিতে হয়, সেটাও দেখিয়ে দেব”।

কী প্রতিক্রিয়া উদয়নের?

কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্য বা উস্কানিতে আমল দিতে নারাজ তৃণমূল বিধায়ক। উদয়ন বলেন, “ওনার যা রুচি, উনি সেই মতোই কথা বলছেন। যার শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে। যার চরিত্রই দ্বিচারিতা করা, তাঁর কথায় বেশি গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই। জনগণ সব বুঝে গিয়েছেন, আগামী নির্বাচন জনগণ তাঁকে ঘরে বসিয়ে দেবে”।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে সেখানে সবুজ আবির উড়িয়েছে তৃণমূল। তবে নিশীথ-উদয়ন সংঘাতের যেন থামার নয়। তা বেড়েই চলেছে উত্তরোত্তর। যতই লোকসভা ভোট এগিয়ে আসছে, এই দুই রাজনীতিকের মধ্যেকার সংঘাত আরও তীব্র মাত্রা নিচ্ছে।

Back to top button
%d bloggers like this: