এবার NCC করলেই মিলবে মোটা বেতনের চাকরি, দারুণ সুযোগ দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, এখনই আবেদন করুন

সরকারি চাকরির জন্য এখন সকলে মুখিয়ে থাকেন। এবার এল এক অভিনব সুযোগ। এনসিসি-র অভিজ্ঞতা থাকলেই এবার চাকরি মিলবে ভারতীয় সেনায়। এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমে কর্মী নিয়োগ চলছে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই মোটা বেতনের চাকরির জন্য।
বয়সসীমা
প্রার্থীদের ১৯ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হওয়া আবশ্যিক। নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে গেলে আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।
যোগ্যতা
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৫০% নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে। স্নাতকের চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের তিন/চার বছরের ডিগ্রি কোর্সের প্রথম দুই/তিন বছরে ন্যূনতম ৫০% মোট নম্বর পেতে হবে। এছাড়াও এনসিসি-এর সিনিয়র ডিভিশন/উইংয়ে ন্যূনতম ৩ শিক্ষাবর্ষের জন্য কাজ করা উচিত। এনসিসি-র ‘সি’ সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম একটি ‘বি’গ্রেড প্রাপ্ত হওয়া উচিত। কেবলমাত্র অবিবাহিত যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।
শূন্যপদ
ভারতীয় সেনার তরফে শর্ট সার্ভিস কমিশনের অধীনে পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৫৫। যার মধ্যে ৫০ জন পুরুষ এবং ৫ জন মহিলা নিয়োগ করা হবে।
কাজের মেয়াদ
সুযোগ পাওয়া প্রার্থীদের চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ৬ মাসের প্রবেশনে প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ১৪ বছরের মেয়াদে নির্বাচন করা হবে। কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে।
বেতন
নিযুক্ত প্রার্থীদের ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা মাসিক বেতন হতে পারে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার/ইন্টারভিউয়ের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের যাবতীয় তথ্য ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে http://www.joinindianarmy.nic.in-তেও পাওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন
যোগ্য প্রার্থীদের ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনও পন্থায় আবেদন করা যাবে না। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩ আগস্ট।